আশাশুনিতে ৪৮ কৃষককে  কৃষি সামগ্রী বিতরণ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ::  আশাশুনিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৪৮ কৃষকের মাঝে বিপুল কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসের সামনে কৃষকদের হাতে কৃষি সামগ্রী তুলে দেন।
২০২৪-২০২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স (পার্টনার) প্রকল্প এর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৮ জন কৃষকের মাঝে কৃষি সামগ্রী বিতরন করা হয়।
কৃষি সামগ্রীর মধ্যে বীজ সংরক্ষণ পাত্র (বিভিন্ন আইটেম), ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, জৈব সার, দস্তা, বোরণ, জৈ কীটনাশক, সাইন বোর্ড ও বিভিন্ন আইটেমের বীজ বতরণ করা হয়। বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, এসএপিপিও বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা নাজমুজ সাকিব শাওন, সানা আবু জাফর, জাহানারা খাতুন, দীপন কুমার মল্লিক, মারুফ হোসেন, দেব প্রসাদ দাশ, আছাদুল ইসলাম, এস এম আঃ ওহাব প্রমুখ।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনির বুধহাটায়  নমুনা শস্য কর্তন
  • খাজরায় দু’বছর ফলেনি আমন ধান, জলাবদ্ধতায় দিশেহারা কৃষকরা
  • আশাশুনিতে কৃষি আব হাওয়া পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের প্রশিক্ষণ
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরো জোরালো পদক্ষেপ গ্রহণের আহবান
  • আশাশুনিতে ছায়াযুক্ত পতিত জমিতে মসলা ফসল চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে
  • কলারোয়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
  • কৃষিতে টেকসই চাষাবাদ পদ্ধতি সংযোজনের আহ্বান পরিবেশ উপদেষ্টার