আশাশুনিতে শাক-সবজী বীজ বিতরণ ও চাষী প্রশিক্ষন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে গৃহিনীদের সবজী চাষ আগ্রহী ও সফল করতে বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ টায় বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে বীজ বিতরণ করা হয়।
স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ এর সহযোগিতায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর বাস্তবায়নে উপজেলার ১৫০০ সদস্যদের মাঝে ৫ প্রকারের শাক-সবজীর বীজ বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কার্যক্রমের শুভ উদ্বোধন ও প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম।
উদ্বোধনী দিনে ৪০ সদস্যকে করলা, ঢ্যাড়শ, মিষ্টি কুমড়া, লাউ ও লাল শাকের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। ‘জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ’ প্রকল্পের আওয়ায় বীজ বিতরণ কালে ফিল্ড ফ্যাসিলিটেটর সালেহা খাতুনের সঞ্চালনায় আলোচনা রাখেন, প্রকল্পের আরএম সুশান্ত ঘোষ, পরিবেশ কর্মকর্তা গোপাল দত্ত, ফিল্ড ফ্যাসিলিটেটর মোমিনুর রহমান ও আবু জাহিদ। অনুষ্ঠানে চাষাবাদের সময় ক্ষেত তৈরি, বীজ বপন, পরিচর্চা ও রোগ বালাই দমনসহ স্বাস্থ্যকর ও অধিক ফলন পেতে করনীয়তা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে পারিবারিক মডেল পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে বসতবাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপন প্রদর্শনীর উপকরণবিস্তারিত…
সরিষার হলুদে রাঙা উপকুলীয় জনপদ কয়রার মাঠ
রিয়াছাদ আলী, কয়রা :: মাঠের পর মাঠ হলুদে একাকার। উপর থেকে দেখলে মনে হয় পুরোবিস্তারিত…