কলারোয়া থানা পুলিশের কার্যক্রম আবারো শুরু
কলারোয়া প্রতিনিধি :: শেখ হাসিনার পদত্যাগ পরবর্তী সহিংস ঘটনায় থানা পুলিশের কার্যক্রম গত কয়েকদিন বন্ধ থাকার পর আবারো শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া থানার কার্যক্রম। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অয়োজনে শনিবার সকাল ১০ টায় থানার সভাকক্ষে এক মতবিনিময় সভার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন, অনুষ্ঠানের সভাপতি বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দিন, সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাও: কামরুজ্জামান, যুব জামায়াত ইসলামের উপজেলা পরিচালক শহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমির অধ্যাপক ইউনুস আলী বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমতাজুল ইসলাম চন্দন, বৈষম্য বিরোধী আন্দোলনের সাতক্ষীরা জেলার সমন্বয়ক সাইয়্যিদ হাসানুল বান্না, কলারোযা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ফারুকী প্রমুখ৷
বক্তারা বলেন, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তারপরও দেশ ও জাতির স্বার্থে সবকিছু ভুলে গিয়ে আবারো স্বাভাবিক জীবনে ফিরতে হবে সবাইকে। আর এজন্য সকলকে যার যার অবস্থান থেকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। পুলিশ বাহিনীর কোনো দোষ নেই, সদ্য পদত্যাগকারী স্বৈারাচারী শেখ হাসিনা সরকার তাদেরকে ইচ্ছামতো তাদের স্বার্থে ব্যবহার করেছে।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ শাহিন।
উল্লেখ্য ঃ গত ৫ জুলাই শেখ হাসিনার পদত্যাগের খবর শুনে জেলার কয়েকটি থানাসহ বিভিন্ন স্থানে বিক্ষুদ্ধ জনতা হামলা ও অগ্নিসংযোগ করে। এরপর পুলিশ সদস্যরা নিরাপদ স্থান জেলা পুলিশ লাইন্সে চলে যান। গত ৫ দিন যাবত জেলার বিভিন্ন স্থানের থানা গুলো অরক্ষিত অবস্থায় থাকার পর আজ থেকে আবারো শুরু হয়েছে কার্যক্রম
সম্পর্কিত সংবাদ
স্বৈরাচার,খুনি’র পতন হলেও ষড়যন্ত্র অব্যহত রয়েছে : তারেক রহমান
একরামুল কবীর :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি.র রাজনীতিবিস্তারিত…
কলারোয়ার সাবেক মেয়রের বিভিন্ন ওয়ার্ডে কবর জিয়ারত।
ষ্টাফ রিপোর্টার (এম এ আজিজ): আজ ৭ই সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে দশটার সময়,বার বার নির্বাচিতবিস্তারিত…