আশাশুনিতে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি :: আশাশুনিতে দেশের চলমান পরিস্থিতি থেকে উত্তোরণের লক্ষ্যে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলায় দায়িত্বরত সেনাবাহিনীর মেজর মারুফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ কুমার, উপজেলা বিএনপির আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা জামাতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর নূরুল আবছার মোর্তজা, বিএনপি নেতা রাশেদ আহমেদ খোকা, খায়রুল আহসান, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, জামাত নেতা আলমীর হোসেন পিন্টু, সহ সেক্রেটারী সাবেক উপজেলা ভাইস চেয়ারস্যান এড শহিদুল ইসলাম, যুবদল সভাপতি আবু জাহিদ সোহাগ, তুহিন উল্লাহ তুহিন, আজহারুল ইসলাম মন্টু, জামাত নেতা রোকনুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওমর ফারুক, নাভিদ নরজ আকাশ ও ফয়সাল, ছাত্রশিবির সভাপতি ইয়াছিন আলী, সাংবাদিক আরিফুল ইসলাম প্রমুখ। সভায় সজকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন উপস্থিত ছিলেন।
সভায় প্রকৃত দুস্কৃতকারীদের তদন্তপূর্বক তালিকা করে ব্যবস্থা গ্রহন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে কমিটি গঠনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মেজর আরিফ তার বক্তব্যে বলেন, আশাশুনির সার্বিক আইন শৃংখলার উন্নতি হয়েছে। আমরা আশাশুনিকে আদর্শ উপজেলায় পরিণত করতে চাই। খাজরা আনুলিয়া ও শ্রীউলা ইউনিয়নে বিশেষ নজর রয়েছে, কার্যক্রম জোরদার করা হবে।
চিহ্নত দাগী আসামী, অস্ত্র ও পলাতক আসামীর সন্ধান পেলে তথ্য দিবেন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বলেন, দ্রুত মোবাইল কোর্ট চালু করা হবে।
সম্পর্কিত সংবাদ
আশাশুনি উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলা জামায়াতের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত…
আশাশুনির গোয়ালডাঙ্গায় কলেজ ছাত্রের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে আশাশুনি সরকারি কলেজের অনার্স প্রথমবিস্তারিত…