দেবহাটায় সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত
দেবহাটা প্রতিনিধি :: সাতক্ষীরার দেবহাটায় মাইক্রোবাসের ধাক্কায় আলী হাসান (৮) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বহেরা বাজার এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত আলী হোসেন উপজেলার সেকেন্দ্রা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী শাহিন হোসেন জানান, সকালে শিশু আলী হাসান তার নানীর সাথে বহেরা বাজারে যাচ্ছিল।
এসময় পিছন দিক থেকে আসা একটি মাইক্রেবাস (ঢাকা মেট্রো-চ ৫১-৫৮১২) তাদের ধাক্কা দেয়। এতে শিশু আলী হাসান ঘটনাস্থলেই মারা যায়। এসময় তার নানী গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ
পাইকগাছায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ত্রাণ বিতারন
আমিনুল ইসলাম বজলু,পাইকগাছা ( খুলনা):; বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে বন্যাকবলিত এলাকায় বিএনপি ওবিস্তারিত…
সাতক্ষীরার দেবহাটা সীমান্তে ৫ কোটি টাকার এলএসডি উদ্ধার
ডেস্ক নিউজ :: সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে ৫ কোটি ২০ লাখ ২০ হাজার টাকা মূল্যেরবিস্তারিত…