কমল জ্বালানি তেলের দাম, রাত থেকে কার্যকর

অনলাইন ডেস্ক :: বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। ডিজেল ও কেরোসিনে ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনে ৬ টাকা দাম কমানো হয়েছে। আজ রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১০৬ দশমিক ৭৫ টাকা থেকে ১ দশমিক ২৫ টাকা কমিয়ে ডিজেল ১০৫ দশমিক ৫০ টাকা এবং কেরোসিন ১০৫ দশমিক ৫০ টাকা নির্ধারণ করা হয়। একইসঙ্গে পেট্রোলের দাম লিটার প্রতি ১২৭ টাকা ৬ টাকা কমিয়ে ১২১ টাকা এবং অকটেনের দাম ১৩১ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে মার্চ মাস থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে করে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছিল। তারই ধারাবাহিকতার তেলের নতুন এ দাম পুনর্নির্ধারণ করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • বৈষম্যের শিকার ১০ম গ্রেডের কর্মকর্তারা আন্দোলনে নামছে
  • এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের পদত্যাগ
  • দীর্ঘ ১৭ বছর পর বিএবি’র শীর্ষ নেতৃত্বে পরিবর্তন
  • অবশেষে প্রকাশ করা হলো সালমান এফ রহমানের খেলাপি ঋণের হিসাব
  • চট্টগ্রাম চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ
  • বেনাপোল দিয়ে বন্ড লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান সুতা আমদানি করতে পারবে: বিকেএমইএ’র নির্বাহী সভাপতি শামীম
  • শুধু ন্যাশনাল ব্যাংকেরই সঞ্চিতি ঘাটতি ১৪ হাজার কোটি টাকার বেশি
  • দুর্গাপূজায় এবার ভারতে ইলিশ যাবে না : মৎস্য ও প্রাণিসম্পদ