শ্যামনগরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
নিউজ ডেস্ক :: সাতক্ষীরার শ্যামনগরে রুবিয়া খাতুন (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রমজাননগর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে পারিবারিক কলহের জেরে স্বামী সাদ্দাম হোসেন রুবিয়াকে মারপিট করেন বলে অভিযোগ করেন প্রতিবেশী ও গৃহবধূর বাবা। ঘটনার পর থেকে পলাতক আছেন সাদ্দাম হোসেন।
শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। নিহত রুবিয়া খাতুনের ৬ মাস ও ৪ বছর বয়সী দুটি সন্তান রয়েছে।
প্রতিবেশীরা জানান, শুক্রবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে কলহের জেরে রুবিয়াকে মারধর করেন তাঁর স্বামী। বিষয়টি রুবিয়া তাঁর বাবাকে মোবাইল ফোনে জানানোয় সাদ্দাম রাতে দ্বিতীয়বার মারধর করেন তাঁকে। পরে বাইরে থেকে ঘরের দরজায় তালা দিয়ে সাদ্দাম পালিয়ে যান।
রুবিয়ার বাবা বছির গাজী দাবি করেন, সাদ্দাম তার মেয়েকে মারধরের পর শ্বাসরোধে হত্যা করেছেন। বিয়ের পর থেকে রুবিয়ার ওপর সাদ্দাম প্রায়ই শারীরিক নির্যাতন চালাতেন।
এ বিষয়ে সাদ্দামের মা মাসুরা বেগম বলেন, ছাগল নিয়ে আসার জন্য তিনি বাড়ির বাইরে ছিলেন। সে সময় তাঁর ছেলে ও বউমা ঘরে ছিলেন। পরে এসে ঘর তালা দেওয়া দেখে প্রতিবেশীদের ডাকেন। তাঁর ছেলে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন বলেও জানান তিনি।
শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগ পাওয়া মাত্রই মামলা দায়ের হবে। পলাতক সাদ্দামকে আটকের চেষ্টা চলছে।
সম্পর্কিত সংবাদ
পুরোপুরি নিষিদ্ধ থাকালেও :শ্যামনগরের রাস্তায় দেখা মিলছে অবৈধ ডাম্পারের চলাচল,বাড়ছে দুর্ঘটনা
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: সাতক্ষীরার শ্যামনগরের বিভিন্ন সড়ক-মহাসড়ক জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ইটভাটার মাটি,বিস্তারিত…
সুন্দরবনে বেড়েছে গরানগাছ, কাটার অনুমতি না থাকায়, সরকার বঞ্চিত হচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর :: সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনের দিয়ে বয়ে যাওয়া নদীর দুই পাড়েবিস্তারিত…