ডি মারিয়ার ক্যারিয়ারে সবচেয়ে বাজে কোচ কে?
নিউজ ডেস্ক ::খেলোয়াড়রা সাধারণত ক্যারিয়ারেও প্রিয় কোচের নানাভাবে স্মরণ করেন। কিন্তু ক্যারিয়ারে বাজে কোচের কথা সরাসরি সহজে কেউ বলতে চান না। এমন প্রসঙ্গ এলে এড়িয়ে যান সবাই। তবে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার আনহেল ডি মারিয়া সরাসরিই নিজের ক্যারিয়ারে সবচেয়ে বাজের কোচের নাম বলেছেন। তিনি লুইস ফন গাল।
২০২২ কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস কোচ ফন গালের দিকে এগিয়ে লিওনেল মেসির স্বভাববিরুদ্ধ উদ্যাপনের কারণে আলাদাভাবেই স্মরণ করা হয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি। সেই ফন গালকে ম্যানচেস্টার ইউনাইটেডে এক মৌসুমের জন্য কোচ হিসেবে পেয়েছিলেন ডি মারিয়া।
সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফন গালকে নিয়ে বেশ খোলামেলা কথা বলেন ডি মারিয়া। তিনি বলেন, ‘সবচেয়ে বাজে কোচ হচ্ছে ফন গাল, এ বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। যদি কোনো সন্দেহ থাকে তবে আমি বিষয়টা পরিষ্কার করে দিলাম।’
অবশ্য এবারই প্রথম ফন গালের দিকে তীর ছুড়লেন না ডি মারিয়া। এর আগে ২০২১ সালেও ফন গালকে নিয়ে একই ধরনের কথা বলেছিলেন আর্জেন্টাইন উইঙ্গার। এর আগে বিশ্বকাপের সেই ম্যাচের আগে ফন গালও অবশ্য কথা বলেছিলেন ডি মারিয়াকে নিয়ে।
সম্পর্কিত সংবাদ
বিপদে পড়া রংপুরকে টেনে তুললেন খুশদিল শাহ
নিউজ ডেস্ক :: হঠাৎ যেন আজ খেই হারিয়ে ফেলেছিল রংপুর। চেনা ছন্দের দেখা মেলেনি ইনিংসেরবিস্তারিত…
চট্টগ্রামের দাপুটে জয়, খুলনার টানা হার
নিউজ ডেস্ক :: টানা দু’ জয়ে আসরে শুভ সূচনা করেছিল খুলনা। তবে এরপর যেন জয়েরবিস্তারিত…