ডি মারিয়ার ক্যারিয়ারে সবচেয়ে বাজে কোচ কে?

নিউজ ডেস্ক ::খেলোয়াড়রা সাধারণত ক্যারিয়ারেও প্রিয় কোচের নানাভাবে স্মরণ করেন। কিন্তু ক্যারিয়ারে বাজে কোচের কথা সরাসরি সহজে কেউ বলতে চান না। এমন প্রসঙ্গ এলে এড়িয়ে যান সবাই। তবে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার আনহেল ডি মারিয়া সরাসরিই নিজের ক্যারিয়ারে সবচেয়ে বাজের কোচের নাম বলেছেন। তিনি লুইস ফন গাল।

২০২২ কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস কোচ ফন গালের দিকে এগিয়ে লিওনেল মেসির স্বভাববিরুদ্ধ উদ্যাপনের কারণে আলাদাভাবেই স্মরণ করা হয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি। সেই ফন গালকে ম্যানচেস্টার ইউনাইটেডে এক মৌসুমের জন্য কোচ হিসেবে পেয়েছিলেন ডি মারিয়া।

সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফন গালকে নিয়ে বেশ খোলামেলা কথা বলেন ডি মারিয়া। তিনি বলেন, ‘সবচেয়ে বাজে কোচ হচ্ছে ফন গাল, এ বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। যদি কোনো সন্দেহ থাকে তবে আমি বিষয়টা পরিষ্কার করে দিলাম।’

অবশ্য এবারই প্রথম ফন গালের দিকে তীর ছুড়লেন না ডি মারিয়া। এর আগে  ২০২১ সালেও ফন গালকে নিয়ে একই ধরনের কথা বলেছিলেন আর্জেন্টাইন উইঙ্গার। এর আগে বিশ্বকাপের সেই ম্যাচের আগে ফন গালও অবশ্য কথা বলেছিলেন ডি মারিয়াকে নিয়ে।

ডাচ কোচ বলেছিলেন, ‘আনহেল দি মারিয়া ভালো খেলোয়াড়। সে যখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলত, তখন ব্যক্তিগত পর্যায়ে তার অনেক সমস্যা ছিল।’
একই সাক্ষাৎকারে অন্য কোচদের নিয়ে আলাপে ডি মারিয়াকে জিজ্ঞেস করা হয় লিওনেল স্কালোনিকে নিয়ে। বিশ্বকাপজয়ী এ কোচকে ‘অন্যতম সেরাদের একজন’ বলেন দি মারিয়া। আর আর্জেন্টিনার প্রয়াত সাবেক কোচ আলেসান্দ্রো সাবেয়াকে নিয়ে বলেন, ‘আমার ওপর তার অনেক প্রভাব ছিল।’
এরপর কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে নিয়েও কথা বলেন ডি মারিয়া। কোচ ম্যারাডোনা কেমন জানতে চাইলে বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন তারকা বলেন, ‘আমি তাকে কোচ হিসেবে দেখি না। সে আমার কাছে একজন বন্ধু ছিল। একজন বন্ধু, ভাই এবং বাবার মতো ছিল।
অন্য কিছুর চেয়ে বাবাই বলব। সে আমাকে সামনে এগোতে সহায়তা করেছে। আমাকে নিয়ে যত বেশি সমালোচনা হয়েছে, সে আমাকে তার চেয়ে বেশি সমর্থন দিয়েছে। সে আমার কাছে সবকিছু ছিল। আমি আগেও বলেছি, লিও মেসি সর্বকালের সেরা। কিন্তু ডিয়েগো হচ্ছে ডিয়েগো। আমার জন্য, আর্জেন্টিনার জন্য এবং বিশ্বের জন্য।’ 






সম্পর্কিত সংবাদ

  • উইজডেনের বর্ষসেরা দলে তাসকিন আহমেদ
  • কলারোয়ায় টিসিসি কাপ টি-২০ ক্রিকেটে ব্রজবাকসা সালিফ-রামিনা একাডেমি সেমিফাইনালে উন্নীত 
  • আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম
  • দ্বিতীয় জয় চট্টগ্রামের, ঢাকার টানা পঞ্চম হার
  • চ্যাম্পিয়ানশীপ টুর্নামেন্টে রানার্স-আপ সৈয়দপুর দলকে সংবর্ধনা প্রদান
  • কলারোয়া তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজনে T,C,C কাপ T-20 ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
  • কলারোয়া ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জমজমাট প্রীতি ক্রিকেট ম্যাচ 
  • কয়রায় প্রীতি ফুটবল খেলায় সাবেক ছাত্রদল ফুটবল একাদশ বিজয়ী