কলারোয়ায় পুলিশের উপর ফেনসিডিল ব্যবসায়ীদের হামলা।। আটক ৫

কামরুল হাসান।। কলারোয়ায় পুলিশের উপর হামলা চালিয়ে ফেনসিডিলসহ আটক ব্যক্তিকে ছাড়িয়ে নেয়ার চেষ্টার অভিযোগে এক নারীসহ ৫জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ১০টার দিকে কলারোয়ার কাজীরহাট বাজারের ব্র্যাক মোড়ের মোসলেম কারিকরের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
শনিবার দুপুরে আটককৃত পাঁচজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
আটককৃ হওয়া ব্যক্তিরা হলেন- কলারোয়ার উত্তর দিগং গ্রামের মুজিবর রহমানের ছেলে সোহাগ হোসেন, হারুণ অর রশীদের ছেলে জহুরুল ইসলাম, বাবু কাগুচীর ছেলে রাসেল হোসেন, মুনসুর কারিকরের ছেলে মোসলেম কারিকর ও আলমগীর কাগুচির স্ত্রী নাসরিন খাতুন।
মামলার বাদি ও কলারোয়া থানার উপপরিদর্শক নিকুঞ্জ রায় এর দায়েরকৃত মামলা থেকে জানা গেছে, তিনি ও তার সহকর্মী উপপরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে কয়েকজন পুলিশ শুক্রবার রাতে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ইউরেকা পেট্রোল পাম্পের পাশে অবস্থান করছিলেন। রাত ৯টার পরে মোসলেম কারিকরের দোকানের সামনে পৌঁছালে সোহাগ হোসেন নামের এক যুবক হাতে ২০/২৫ বোতল ফেনিসিডলসহ পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটক করে হাতকড়া পরানোর সময় আটককৃত আসামীসহ বাদশা, মনিরুল, বাবু কাগুচী, মুজিবর কাগুচী ও ছবিরণসহ ১০/১২ জন জহুরুল ও রাসেল সোহাগের হাতে থাকা ফেনসিডিলের ব্যাগ কেড়ে নিয়ে সোহাগকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
এ সময় তারা পুলিশের উপর হামলা চালিয়ে উপপরিদর্শক মিজানুর রহমানের বাম হাতের কনুইতে হাড়ভাঙা জখম করে।
খবর পেয়ে কলারোয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পাঁচজন হামলাকারিকে আটক করে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন জানান, সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলা চালিয়ে ফেনসিডিলসহ সোহাগকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে। এ অভিযোগে উপপরিদর্শক নিকুঞ্জ রায় বাদি হয়ে শনিবার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় আটককৃত পাঁচজনসহ ১০জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামী করা হয়েছে।
আটক পাঁচজনকে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে থানা পুলিশ জানায়।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় বিএনপি নেতা শেখ আব্দুল কাদের বাচ্চুর বিবৃতি
  • প্রবীণ সাংবাদিক আনোয়ার হোসেনের সুস্থতা কামনায় কলারোয়া প্রেস ক্লাবের বিবৃতি
  • শেখ আমানুল্লাহ কলেজের এইচএসসি ২০০৬ ব্যাচের পুনর্মিলনী ও ইফতার পার্টি অনুষ্ঠিত
  • দেশ বিনির্মাণে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা অঙ্গীকারাবদ্ধ 
  • তিনটি নব মুসলিম পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করেছে ইয়াং মুসলিম জেনারেশন
  • কলারোয়ায় নকল জুতার দোকানে অভিযান।। এক মাসের কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা
  • কলারোয়ায় সুবিধাবঞ্চিত কিশোরদের নিয়ে সাংবাদিকতা বিষয়ক সেমিনার