সৈয়দপুরে নদী দূষণ ও সরকারি  জমি দখলের প্রতিবাদে মানববন্ধন 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:: নীলফামারীর সৈয়দপুরে নদীতে শিল্প প্রতিষ্ঠানের বিষাক্ত বর্জ্য ফেলে দূষিত করাসহ নদীর তীরে সরকারি খাস জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজের ব্যানারে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচির পালন করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য বলেন, বাম নেতা আব্দুল খালেক, রফিকুল ইসলাম সরকার, মোমিনুল ইসলাম, সাবেক ছাত্র নেতা এস এম মাহমুদুল হাসান তনু, জাহিদ হাসান ও মাহামুদুল ইসলাম রকি।
বক্তারা বলেন,খড়খড়িয়া নদী তীরের সরকারি জমি জবর দখল করে নির্মাণ করা হয়েছে একটা ব্যক্তিগত সবজি মার্কেট। সেই সাথে এই নদীতে একটা পেপার মিলের বর্জ্য ফেলা হচ্ছে। এতে চরম দূষিত হয়ে পড়েছে নদীর পানি। ফলে পরিবেশ দূষিত হচ্ছে মারাত্মকভাবে। তারা বলেন, সৈয়দপুর দেশের অন্যতম রাজস্ব প্রদানকৃত প্রথম শ্রেণির পৌরসভা। অথচ এ শহরের প্রায় ৮০ ভাগ সড়কই চলাচল অযোগ্য। সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থা এতটাই ভেঙে পড়েছে যে দিনরাত যানজটে নাকাল পৌরবাসী। এছাড়া যেখানে সেখানে ময়লা আবর্জনার স্তূপ।
ড্রেনগুলো ভরাট হয়ে নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্থ হওয়ায় পানি উপচে রাস্তাসহ বাড়ি ও দোকানে ঢুকে পড়ছে। কোন কোন এলাকায় সারাবছরই থাকছে জলাবদ্ধতা। বক্তারা অভিযোগ করে বলেন, পুরো শহরে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে উঠেছে বহুতল ভবনসহ অসংখ্য স্থাপনা। রেললাইন জুড়ে বসছে ভ্রাম্যমাণ দোকান। ইদানিং সেখানে গড়ে উঠেছে পুরাতন কাপড়ের স্থায়ী বাজার। ফলে ব্যাপক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
অথচ এসব বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বিকার। ফলে দিন দিন অনিয়ম দূর্নীতির প্রবণতা দেখা দিয়েছে। এতে পরিবেশ উপর বিরুপ প্রভাব পড়েছে। সৈয়দপুরবাসী এর কুপ্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান বক্তারা।





সম্পর্কিত সংবাদ

  • সাগরদাঁড়িতে ‘মধুমেলা’র মাঠে গাছ কর্তনের সময় হাতেনাতে ধরেও অজ্ঞাতনামা
  • কয়রায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন
  • বাংলাদেশ মানবা‌ধিকার ব্যু‌রো’র কয়রা উপ‌জেলা ক‌মি‌টি অনু‌মোদন
  • কেশবপুরে হেফজ খানা ও এতিম খানার  ১৩ নতুন হাফেজ কে পাগড়ি প্রদান 
  • রোগমুক্তি কামনায় মহানগর পূজা পরিষদের প্রার্থনা সভা
  • শার্শায় তারুণ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত
  • ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি সৈয়দপুরে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা 
  • কয়রায় ২ মন হরিণের মাংস উদ্ধার