আশাশুনিতে বাংলাদেশ স্কাউটস দিবস পালন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে ৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটস দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আশাশুনি উপজেলা স্কাউটস এর আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্কাউটস সম্পাদক ড. মোঃ আবুল হাসান। জেলা স্কাউটস এর সহ সভাপতি মোস্তাহিদুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম মুকুল। সভায় স্কাউটস এর প্রতিষ্ঠাতার জীবনী এবং স্কাউটস এর বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কাউট বিষয়ক সঙ্গীত পরিবেশন করে শিক্ষার্থীরা।
সম্পর্কিত সংবাদ

আশাশুনিতে অর্ধ-বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা মূল্যায়ন সভা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে অর্ধ-বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা মূল্যায়ন, ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মবিস্তারিত…

সাতক্ষীরার বুধহাটায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনেরবিস্তারিত…