ঝাউডাঙ্গা বাজার কমিটি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ
এস এম আব্দুল্লাহ :: দীর্ঘ ১৪ বছর পর আসন্ন ১লা ফেব্রুয়ারি ২০২৫ ঝাউডাঙ্গা বাজার কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।
গতকাল (৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার কমিটি অফিসে এ মনোনয়ন পত্র বিতরণ করা হয়।
অন্তর্বর্তী কালীন ঝাউডাঙ্গা বাজার কমিটির আহবায়ক অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান সাতক্ষীরা নিউজকে বলেন- সভাপতি পদে ৩, সহ-সভাপতি পদে ৪, সাধারণ সম্পাদক পদে ৫, সহ-সাধারণ সম্পাদক পদে ৩, সাংগঠনিক ২, কোষাধ্যক্ষ পদে ২, দপ্তর সম্পাদক পদে ১, ক্রিয়া সম্পাদ ২, প্রচার সম্পাদক ২, সদস্য পদে ১১জন সহ মোট ৩৫ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এরমধ্যে দপ্তর সম্পাদক পদে ডাঃ আবু হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
এর আগে ২৮শে ডিসেম্বর ২০২৪ শনিবার ঝাউডাঙ্গা বাজারের সকল ব্যবসায়ীদের সম্মুখে অন্তর্র্বতী কালীন ঝাউডাঙ্গা বাজার কমিটির আহবায়ক অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান ও সদস্য সচিব মুহাম্মদ আব্দুল মজিদ উপস্থিত হয়ে এই তফসীল ঘোষণা করেন।
তফসীলে বলা হয় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৫ই জানুয়ারি ২০২৫, মনোনয়ন পত্র গ্রহণ ৮ই জানুয়ারি, মনোনয়ন পত্র জমা ১১ই জানুয়ারি, বাছাইকৃত প্রার্থীর তালিকা প্রকাশ ১২ই জানুয়ারি, মনোনয়ন পত্র প্রত্যাহার ১৪ই জানুয়ারি, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ১৫ই জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১৬ই জানুয়ারি এবং ভোট গ্রহণ ১লা ফেব্রুয়ারি ২০২৫ শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলবে।
বাজারের ব্যবসায়ীরা মোট ১৭টি বিভিন্ন পদে তাদের মনোনয়ন কিনতে পারবে। তবে বাজারে ঋণ খেলাপি ব্যক্তি, মাদক সেবী ও মাদক ব্যবসার সাথে জড়িত এবং বাজার কমিটির বিচারে সাজা প্রাপ্ত হলে সে ব্যক্তি প্রার্থী হতে পারবে না। তফসীলে বলা হয় বাংলাদেশ সরকারের নির্বাচনী আচারণ বিধি অনুসরণ করে নির্বাচনী কার্যক্রম চলবে।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরায় মসজিদে কুবার উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরায় মসজিদে কুবায় তৃতীয় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সোমবারবিস্তারিত…
সাতক্ষীরায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞানমেলা ও কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ও ৯ম বিজ্ঞান বিষয়কবিস্তারিত…