দাকোপে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ:: উন্নয়ন সংস্থা উত্তরণ খুলনার দাকোপে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে। আন্তর্জাতিক দাতা সংস্থা জেড জুরিখ ফাউন্ডেশন – এর অর্থায়নে প্র্যাকটিক্যাল এ্যাকশন-এর সহযোগিতায় ১৫ অক্টোবর, বুধবার সকালে দাকোপ প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে অফিসার্স জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর আওতায় এই কর্মশালা উদ্বোধন করেন দাকোপ উপজেলা নিরবাহী অফিসার মো: আসমত হোসেন। কর্মশালা সঞ্চালনা করে উত্তরণ-এর জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান। কামারখোলা ইউনিয়ন ও চালনা পৌরসভার সাইক্লোন সেল্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা প্রথম ধাপের এই কর্মশালায় অংশগ্রহণ করেন। এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখোলা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পৌর নির্বাহী কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম। এই কর্মশালায় কামারখোলা ইউনিয়ন পরিষদের সদস্য এবং সংরক্ষিক নারী ওয়ার্ডের কয়েকজন সদস্যও অংশগ্রহণ করেন।

কর্মশালায় সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির চ্যালেঞ্জ, সম্ভাবনা, কমিটির দায়িত্ব কর্তব্য, কী কী প্রয়োজন এবং কমিটি শক্তিশালীকরণে নানান দিক-সহ মডেল সাইক্লোন শেল্টার নির্মাণ বিষয়ে কর্মপরিকল্পনা করা হয়।

প্রধান অতিথি বলেন, এই ধরনের কর্মশালা উপকূলীয় অঞ্চলের জন্য অত্যন্ত প্রয়োজন। উত্তরণ এর মতো অন্যান্য সংস্থাও যদি সাইক্লোন শেল্টারগুলোর উন্নয়নে এগিয়ে আসে তবে জনগণেল জন্য সুফল বয়ে নিয়ে আসবে। তিনি উত্তরণ ও প্র্যাকটিক্যাল এ্যাকশনকে ধন্যবাদ জানান।






সম্পর্কিত সংবাদ

  • ময়মনসিংহে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ
  • কয়রায় জলবায়ু পরিবর্তনে ক্ষতি মােকাবেলায় করনীয় বিষযে সংলাপ
  • সংসদে একক অধিপত্য বজায় রাখার জন্যই পিআর পদ্ধতির বিরোধীতা করা হচ্ছে -মাওলানা এটিএম মা’ছুম
  • রাজধানীতে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ১৩১ নেতাকর্মী গ্রেপ্তার
  • বেনাপোলে কোটি টাকার বকেয়া আদায়ের দাবিতে আমদানিকারকের সংবাদ সম্মেলন
  • সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ….বাসস চেয়ারম্যান
  • কয়রায় তাযাকিয়ায়ে নাফস ও তাসাউফ সম্মেলন
  • কয়রায় মিথ্যা অভিযোগ করে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন