শ্রীউলায় চেয়ারম্যান প্রার্থী মাওঃ লুৎফর রহমানের পক্ষে ৪ শতাধিক রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে জামায়াতের ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ লুৎফর রহমানের পক্ষ থেকে ৪ শতাধিক রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। শনিবার(১১অক্টোবর) সকাল ৯ টা থেকে দিনব্যাপী মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে
ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প করা হয়। সকাল ৯ থেকে নাম রেজিঃ,ফ্রি চিকিৎসা প্রদান এবং ছানি রোগি বাছাই করা হয়। ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে ৪ শতাধিক রোগিকে চোখের দৃষ্টি ত্রুটি পরীক্ষা,চোখের প্রেসার পরীক্ষা,নেত্রনালীর পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। বাছাইকৃত রোগীদের বিদেশী লেন্স দিয়ে ছানি অপারেশন,ঔষধ,কালো চশমা,যাওয়া আসা ও থাকা খাওয়ার ব্যবস্থা প্রদান করা হয়। এছাড়া ছানি অপারেশন করানোর জন্য বাছাইকৃত রোগিদের সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালে নেওয়া হয়। শ্রীউলা ইউনিয়ন জামায়াতের আয়োজনে ও গ্রামীণ চক্ষু হাসপাতাল সাতক্ষীরার, সার্বিক ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে আশাশুনি উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। ইউনিয়ন আমীর মাওঃ লুৎফর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী নজরুল ইসলামের সঞ্চালনায় চক্ষু শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাস্টার নজরুল ইসলাম,ইউপি সদস্য ইয়াসিন আলী,মাস্টার মোস্তাফিজুর রহমান,মৌলভী আব্দুল হাকিম,মৌলভী আব্দুর রহমান,অর্গানাইজার মোঃ আরাফাত হোসেন প্রমুখ। আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন গ্রামীণ চক্ষু হাসপাতালের ডাক্তার সোহানুর রহমান। ডাক্তারকে সার্বিকভাবে সহযোগিতা করেন,তপন কুমার সরকার, মোঃ হোসেন আলী,মোঃ রাশেদুজ্জামান,মোঃ আজিজুল হক,মোছাঃ হুমায়রা খাতুন,মোছাঃ সায়রা খাতুন প্রমুখ।






সম্পর্কিত সংবাদ

  • মুক্তিযোদ্ধা সংসদ আশাশুনি উপজেলা কমান্ডের এডহক কমিটি অনুমোদন
  • আশাশুনিতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • আশাশুনিতে এক রাতে ৬ দোকানে দুঃসাহসিক চুরি
  • খাজরায় শহীদ জাবেদ আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
  • আশাশুনিতে কাগজ জালকারীকে বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাকে তালিকাভুক্তির দাবীতে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
  • আশাশুনিতে আদালতের রায় ডিগ্রী প্রাপ্তদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে শহীদ আতিয়ার রহমান স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল