বিবিসিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাড়ানো হবে সুদের হার

  • মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আগামী মাসে ১০% বা তার বেশি হারে বৃদ্ধি করা হবে
  • দেশের ব্যাংকিং খাত পরিষ্কার করা তার সর্বোচ্চ অগ্রাধিকার বলছেন আহসান এইচ মনসুর

    আগামী এক বা দুই দিনের মধ্যে সুদের হার সাড়ে আট শতাংশ থেকে নয় শতাংশতে উন্নীত করার সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

    এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আগামী মাসে ১০ শতাংশ বা তার বেশি হারে বৃদ্ধি করা হবে বলেও জানিয়েছেন তিনি।

    বুধবার কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

    বর্তমানে মূল্যস্ফীতি বাংলাদেশের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক অস্থিরতার কারণে সম্প্রতি প্রবাসি আয় কমে যাওয়া এবং পোশাক রপ্তানি খারাপভাবে প্রভাবিত হওয়ায় অর্থনৈতিক চাপে রয়েছে বাংলাদেশ।

    আমদানি বিল পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয়

    এছাড়া চলতি মাসের শুরুতে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগে ইন্টারনেট বন্ধ থাকা এবং কারফিউ জারি করার কারণেও আর্থিক চাপ বেড়েছে।

    যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশে ঋণ সহায়তার সময় মুদ্রানীতি কঠোর করতে এবং বিনিময় হার নমনীয় রাখার পরামর্শ দিয়েছিল।

    আহসান এইচ মনসুর বিবিসিকে জানান, দেশের অর্থনীতিতে গতি আনতে বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ১.৫ বিলিয়ন ডলার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির কাছে ১ বিলিয়ন ডলার চেয়েছে।

    সাক্ষাৎকারে তিনি বলেন, বিগত সরকারের আমলে আর্থিক ব্যবস্থায় পরিকল্পিত ডাকাতি হয়েছে যা দেশের সবগুলো ব্যাংকের উল্লেখযোগ্য ক্ষতি করেছে এবং শেয়ারবাজারের গুরুতর প্রভাব ফেলেছে। আর তাই দেশের ব্যাংকিং খাত পরিষ্কার করা তার সর্বোচ্চ অগ্রাধিকার বলেও জানান তিনি।

    তিনি জানান, ‘ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাথে জড়িত কিছু ব্যবসায়িক গ্রুপের ঋণ খেলাপির কারণে বাংলাদেশের ব্যাংকগুলি আমানতের সংকটে ভুগছে। ঋণ খেলাপিরা অর্থ নিয়ে সিঙ্গাপুর, দুবাই, লন্ডনসহ অন্যান্য দেশে পাচার করেছে। তাই প্রথম কাজ হচ্ছে এসব অর্থ ফেরত পাওয়ার চেষ্টা করা।“

    আহসান এইচ মনসুর বলেন, “পাচার করা অর্থ ফেরত আনার পাশাপাশি আমাদের ব্যাংকিং ব্যবস্থা পুনর্গঠন করতে হবে। তাই আমরা একটি ব্যাংকিং কমিশন প্রতিষ্ঠার চেষ্টা করছি।”

    এই কমিশনের কাজ হবে ব্যাংকগুলোর বোর্ড পরিবর্তন, ব্যবস্থাপনার পরিবর্তন, মূলধন জমা করা এবং কিছু ছোট ব্যাংকের ক্ষেত্রে একীভূতকরণ করা।

    এসময় মুদ্রানীতিতে সংস্কারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরও আশা করেন যে, বাংলাদেশের নতুন সরকার চলমান অর্থনৈতিক অস্থিরতা সত্ত্বেও ব্যয়ে তীব্র হ্রাস ঘোষণা করবে।

    যদিও এর আগে শেখ হাসিনার সরকার ব্যয় কমিয়েছিল এবং দেশের রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা ৪.৬ শতাংশে নামিয়ে এনেছিল। ব্লুমবার্গের তথ্যমতে, যা ২০১৫ সালের পর থেকে সর্বনিম্ন ব্যয়।

    তবে বাজেটের ব্যয়ে আরও ৯ থেকে ১০ শতাংশ কমাতে হবে বলে জানান আহসান এইচ মনসুর। তিনি বলেন, সরকারি ব্যয় কমাতে হবে যাতে বেসরকারি খাতের জন্য আরও বেশি ঋণ পাওয়া যায়।






সম্পর্কিত সংবাদ

  • দুর্গাপূজায় এবার ভারতে ইলিশ যাবে না : মৎস্য ও প্রাণিসম্পদ
  • ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-র নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
  • ব্যবসায়ীরা বন্দরে কন্টেইনার জটের সমাধান চান..
  • কমল জ্বালানি তেলের দাম, রাত থেকে কার্যকর
  • সাতক্ষীরায় পপুলার লাইফের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত
  • ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন
  • ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত….