সাতক্ষীরায় আওয়ামীলীগের ঝটিকা মিছিল

ডেস্ক নিউজ :: আওয়ামীলীগের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শেখ হাসিনাসহ আওয়ামীলীগের নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় ঝটিকা মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (০১ ফ্রেবুয়ারি) সকালে সাতক্ষীরা শহরের ডে-নাইট কলেজ মোড় থেকে আওয়ামীলীগ পরিবারের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করে বড় বাজারে গিয়ে শেষ হয়। পরে সাতক্ষীরা বড় বাজারে লিফলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ওয়াহিদ পারভেজ, সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বিবিসি, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মারুফ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন, ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো, আসাদুজ্জামান রনি ঝটিকা মিছিলে ১২-১৪ জন যুবক অংশ নেয়। সেখানে তাদের সকলের মানকিটুপি, মাপলার, মাস্ক ও হেলমেট পড়া অবস্থায় দেখা যায়।

সহ বেশ কিছু নেতাকর্মীকে সকালে সুলতানপুর বড় বাজারে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ এবং বিক্ষোভ মিছিলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিতে দিতে দেখা যায়।লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে কৌশলে ছত্রভঙ্গ হয়ে যান কর্মসূচিতে অংশগ্রহণ করা আওয়ামী লীগের নেতাকর্মীরা।এদিকে বর্তমান প্রেক্ষাপটে দলটির চলমান সংকটময় পরিস্থিতিতেও জেলায় বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি পালনের ঘটনা সাতক্ষীরার পুলিশ-প্রশাসনে ব্যপক উত্তাপ ছড়িয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, লিফলেট বিতরণ করার কথা শুনেছি। আমরা খোজ খবর নিচ্ছি।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
  • মাওঃ ইব্রাহিম হোসেন সরদারের মৃত্যুতে জামায়াতের শোক প্রকাশ
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
  • যুব নেতৃত্বে তাল গাছ সংরক্ষণে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ৪৪ মামলা ও বহু নির্যাতনের শিকার যুবদল নেতা আইনুল ইসলাম নান্টা
  • সাতক্ষীরায় শিল্পী কবির বিন সামাদের মাহফিলে বাধা, অকথ্য ভাষায় গালি
  • সাতক্ষীরা পলিটেকনিক ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ছয়ঘরিয়ায় বজ্রপাতে নারী শ্রমিক নিহত