আশাশুনির আগরদাড়ীতে স্কুল ছাত্রীকে হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান রাহী (৯) কে হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় আগরদাড়ি স্কুল মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
আগরদাড়ি রহিমীয়া মাধ্যমিক বিদ্যালয় ও আগরদাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে মানবন্ধনে নুসরাত জাহান রাহীর মাতা সাবিনা খাতুন, দাদী ফুলি বেগম, পিতা রবিউল ইসলাম রুবেল, কুল্যা ইউপি চেয়ারম্যান এসএম ওমর ছাকী পলাশ, বালিয়াঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল হান্নান, মাওঃ সোলায়মান আজিজী, মাওঃ ইয়াহিয়া সরদার, বুধহাটা এসিসিএফ ব্যাংকের ম্যানেজার আবুল হাসান বাবলু, জামায়াত নেতা ইসহাক আলী, ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, সাবেক মেম্বার আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। আগরদাড়ী হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সবুরের সভাপতিত্বে ও আগরদাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আলাউদ্দীনের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে এসময় দুই বিদ্যালয়ের শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর আগরদাড়ি গ্রামের রবিউল ইসলাম রুবেল এর মেয়ে নুসরত জাহান রাহীর লাশ বাঁধা অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। এঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রেজোয়ান কবির জনিকে (২২) পুলিশ আটক করেছে। সে স্বর্ণের দুল ছিনতাই করতে গিয়ে নৃশংস হত্যাকান্ড ঘটায় বলে স্বীকার করেছে বলে জানাগেছে।
« কয়েক ঘন্টার ব্যবধানে শার্শার সীমান্ত থেকে আরো এক ব্যক্তির লাশ উদ্ধার (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত »
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে যুব দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :: আশাশুনিতে যুব জামায়াতের ইউনিয়ন সভাপতি, সেক্রেটারী ও টিমবিস্তারিত…
আশাশুনির আশরাফ ডিসাস সভাপতি নির্বাচিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশান (ডিসাস) এর সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত…