গ্যাংস্টার লরেন্সকে জুম মিটিংয়ের আমন্ত্রণ সালমান খানের প্রাক্তনের

নিউজ  ডেস্ক  :: সম্প্রতি বাবা সিদ্দিকিকে হত্যার পর সালমান খানকে হুমকি দিয়েছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপে সালমানকে হত্যার এই হুমকি দেয় গোষ্ঠীটি। হত্যার শিকার হতে না চাইলে সালমানকে ৫ কোটি রুপি দিতে বলা হয়। আর সেটি না করলে তার পরিণতি বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে বলে হুশিয়ারি দিয়েছে লরেন্স। এমন হুশিয়ারির পর লরেন্সকে জুম মিটিংয়ে আসার আহ্বান জানিয়েছেন সালমান খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি।

বলিউড তারকার প্রাক্তন প্রেমিকা পাকিস্তানি বংশোদ্ভূত সোমি আলি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে জুম মিটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘নমস্তে, লরেন্স ভাই, আমি শুনেছি আপনি জেল থেকেও জুম কল করেন। আমার কিছু জিনিস আছে যা আমি আলোচনা করতে চাই। দয়া করে আমাকে বলুন কীভাবে এটি ঘটতে পারে।’ ইনস্টাগ্রামে লরেন্সকে এমন বার্তা দিয়ে নিজের ফোন নম্বরটিও দিয়েছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, গত এপ্রিল মাসেও সালমান খানের বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় নাম আসে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের। এ ঘটনায় পরে শার্পশুটা সুখাকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার হরিয়ানার পানিপথ থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পরে তাকে নিয়ে যাওয়া হয়েছে মুম্বাইয়ে।
সূত্র :যুগান্তর নিউজ






সম্পর্কিত সংবাদ

  • ইসরায়েলি অভিনেত্রীর সিনেমা নিষিদ্ধ
  • জুটি বাঁধছেন রোহিত-যীশু
  • পাকিস্তানি ব্যান্ড জুনুন আসছে বাংলাদেশে
  • সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মার্কিন গায়িকা অ্যাঞ্জি স্টোন
  • হলিউড থেকে বলিউড, টফিতে দেখা যাবে ২ হাজারেরও বেশি মুভি
  • মঞ্চনাটকে অবদানের জন্য নাট্যকার ড. মুকিদ চৌধুরীকে বিশেষ সম্মাননা/
  • সাইফ আলী খানকে ছুরিকাঘাত: মহারাষ্ট্র থেকে যুবক গ্রেফতার
  • বিলাসবহুল বাড়ির কেন ২৭ তলাতে থাকে পুরো আম্বানি পরিবার