গ্যাংস্টার লরেন্সকে জুম মিটিংয়ের আমন্ত্রণ সালমান খানের প্রাক্তনের

নিউজ ডেস্ক :: সম্প্রতি বাবা সিদ্দিকিকে হত্যার পর সালমান খানকে হুমকি দিয়েছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপে সালমানকে হত্যার এই হুমকি দেয় গোষ্ঠীটি। হত্যার শিকার হতে না চাইলে সালমানকে ৫ কোটি রুপি দিতে বলা হয়। আর সেটি না করলে তার পরিণতি বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে বলে হুশিয়ারি দিয়েছে লরেন্স। এমন হুশিয়ারির পর লরেন্সকে জুম মিটিংয়ে আসার আহ্বান জানিয়েছেন সালমান খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি।
বলিউড তারকার প্রাক্তন প্রেমিকা পাকিস্তানি বংশোদ্ভূত সোমি আলি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে জুম মিটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘নমস্তে, লরেন্স ভাই, আমি শুনেছি আপনি জেল থেকেও জুম কল করেন। আমার কিছু জিনিস আছে যা আমি আলোচনা করতে চাই। দয়া করে আমাকে বলুন কীভাবে এটি ঘটতে পারে।’ ইনস্টাগ্রামে লরেন্সকে এমন বার্তা দিয়ে নিজের ফোন নম্বরটিও দিয়েছেন এই অভিনেত্রী।
সম্পর্কিত সংবাদ

বাইফা অ্যাওয়ার্ড পেলেন তানিয়া আফরিন
দেশের অন্যতম বৃহত্তর অ্যাওয়ার্ড অনুষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম এন্ড আর্টস (বাইফা)’। গতকাল এর চতুর্থবিস্তারিত…

বউ বাইক কনফিউশন
মা বলেছে, “বাইক নিবি? নাকি বউ নিবি?” আমি পড়ে গেলাম কনফিউশনে। কোনটা নেওয়া ভালো হবে!বিস্তারিত…