ধুলিহরে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর চাউল বিতরণ

রুহুল কুদ্দুস, ধুলিহর :: ধুলিহরে জলবদ্ধতা নিরসনে বেতনা নদী খননে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর চাউল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ধুলিহর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ধুলিহর ইউনিয়নের বাগডাংগা, দামারপোতা, বড়দল, গোবিন্দপুর, তালতলা, কাজীর বাসা, বালুইগাছা, ধুলিহরের আংশিক, জানানাবাজ এবং কোমরপুরে ভারী বৃষ্টিতে জলবদ্ধতার নিরসনের জন্য অত্র এলাকার দিনমজুররা স্বেচ্ছায় শ্রম দান করে তার জন্য কাজের বিনিময়ে খাদ্য বিতরণ করা হয়।

ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিজান চৌধুরী সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ইউনিট সদস্য মাওলানা মোহাম্মদ আলী হাবিবী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলা সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুলিহর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারী রবিউল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুলিহর ইউনিয়নের বায়তুল মাল সম্পাদক ডাক্তার ইয়াছিন আলী,টিম সদস্য আজহারুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর এক নম্বর ওয়ার্ডের সভাপতি ছাদেক আলী,দুই নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল হাই,তিন নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা হাফেজ ক্বরী আনওয়ারুল ইসলাম,ধুলিহর ইউনিয়ন যুব ইউনিটের সভাপতি মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুলিহর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের যুব ইউনিট সভাপতি খালিদ সাইফুল্লাহ,বিশিস্ট ব্যবসায়ী মোখলেছুর রহমান, হাফেজ রওশন আলী,শামীম সানা, ধুলিহর ইউনিয়ন পরিষদের উদ্দোক্তা আতাউর রহমান রিংকু সহ শ্রম প্রদানকারী সকল দিন মজুর ভাইয়েরা।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর বলেন, আপনারা যে শ্রম প্রদান করেছেন তার প্রতিদান আমরা কখনোই দিতে পারব না তার পরেও আপনাদের জন্য সাতক্ষীরা সদর উপজেলার পক্ষ থেকে এই সামান্য পরিমাণ চাউল বিতরণ করা হয়েছে আর একটি কথা মনে রাখতে হবে জলবদ্ধতা আমাদের চাউল না দিলেও আমাদের এই কাজ করতে হতো যে টুকু দিয়েছে তাতেই আলহামদুলিল্লাহ।

দিনমজুর কামরুল বলেন, আমরা শ্রম দিয়েছি কোন পারিশ্রমিক চায়না আমরা চায় আমাদের এলাকার জলবদ্ধতা কেটে যাক তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও কর্মী ভাইয়েরা আমাদের সব সময় খোজ খবর রাখছে তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ।



« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় মসজিদে কুবার উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞানমেলা ও কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
  • সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলি বর্ষণ
  • সাতক্ষীরার ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞানমেলা ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন
  • রাজারবাগ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ