মাউশির মহাপরিচালক অধ্যাপক আজাদ ওএসডি

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. মুহম্মদ আজাদ খানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে।

অফিস আদেশে জানানো হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ড. মুহম্মদ আজাদ খানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ওএসডি করে পদায়ন করা হয়।

এর আগে গত ৬ অক্টোবর মাউশি অধিদফতরের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দিতে আবেদন আহ্বান করে শিক্ষা মন্ত্রণালয়। দেশের প্রথমবার নজিরবিহীনভাবে এই বিজ্ঞপ্তি দেওয়া হয় বলে জানান শিক্ষা ক্যাডারের একাধিক কর্মকর্তা।

নিয়োগ আহ্বানের বিজ্ঞপ্তিতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম এবং তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তাদের আবেদনের আহ্বান জানানো হয়। এরপর গত ৭ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে এ পদত্যাগপত্র জমা দেন অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. মুহম্মদ আজাদ খান।

যা লেখা আছে পদত্যাগপত্রে-
পদত্যাগপত্রে মাউশির ডিজি অধ্যাপক ড. মুহম্মদ আজাদ খান লিখেছিলেন, আমি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক পদে বিগত ২০ ফেব্রুয়ারি যোগদান করে অদ্যাবধি কর্মরত আছি। স্বাস্থ্যগত কারণে আমার পক্ষে দায়িত্ব পালন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই আমি মহাপরিচালকের দায়িত্ব হতে অব্যাহতির আবেদন করছি। অতএব, আমাকে মহাপরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আপনার সদয় মর্জি হয়। পদত্যাগপত্র দেওয়ার এক সপ্তাহ পর তাকে ওএসডি করা হলো।






সম্পর্কিত সংবাদ

  • এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
  • ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল
  • একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ
  • এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
  • জাতীয় বিশ্ববিদ্যালয়: পরীক্ষায় নকল করলেই ৪ বছর নিষিদ্ধ
  • জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার পাবে ঢাবির ভর্তিতে বিশেষ সুবিধা
  • সৈয়দপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান