আসিফ আকবর বন্যার্তদের জন্য ফাউন্ডেশন গড়লেন ….

নিউজ ডেস্ক::দেশের যেকোনো দুর্যোগ পরিস্থিতিতে অতীতেও সংগীতশিল্পী আসিফ আকবরকে সোচ্চার ভূমিকায় দেখা গেছে। এবারো তাই বন্যা পরিস্থিতি মোকাবিলায় নতুন উদ্যোগ নিয়েছেন তিনি। শনিবার রাতে ‘আসিফ আকবর ফাউন্ডেশন’র ঘোষণা দিয়েছেন তিনি।

মূলত ফান্ড গঠন করে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকা এবং দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অংশ নেয়ার জন্যই এই ফাউন্ডেশন। এদিন ফেসবুক লাইভে এসে এমন ঘোষণা দেন তিনি। তিনি বলেন, দেশের ৬৪ জেলায় আমার ফ্যান ক্লাব রয়েছে।

প্রতি ক্লাব থেকে ১১ জনের একটা টিম গঠন করবো, যারা জেলায় জেলায় এ ধরনের দুর্যোগে মানুষের পাশে দাঁড়াবেন। সব জেলার দুর্যোগ ব্যবস্থাপনা মনিটরিং করবো নিজেই। দেশের বাইরেও আমার ভক্তকুল রয়েছে। তহবিল গঠনে তারাও এগিয়ে আসবে। বিজ্ঞাপন এ ছাড়াও ফেসবুক পোস্টে, ডোনেট করার জন্য বিভিন্ন মোবাইল নম্বরও লিখে দেন।

আসিফ বলেন, দেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এ সময় প্রতিটি মানুষেরই এগিয়ে আসা উচিত। সেটা হচ্ছেও। শিশু থেকে যুবক, বৃদ্ধ সবাই বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এসেছে। এই ধারাটা অব্যাহত থাকুক সেটা চাই।

যেহেতু আমার ৬৪ জেলায় ফ্যান ক্লাব আছে তাই তাদের সংগঠিত করে ফাউন্ডেশনের কাজটি ভালোভাবে করতে পারবো বলেই বিশ্বাস রাখি।






সম্পর্কিত সংবাদ

  • বউ বাইক কনফিউশন
  • ইসরায়েলি অভিনেত্রীর সিনেমা নিষিদ্ধ
  • জুটি বাঁধছেন রোহিত-যীশু
  • পাকিস্তানি ব্যান্ড জুনুন আসছে বাংলাদেশে
  • সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মার্কিন গায়িকা অ্যাঞ্জি স্টোন
  • হলিউড থেকে বলিউড, টফিতে দেখা যাবে ২ হাজারেরও বেশি মুভি
  • মঞ্চনাটকে অবদানের জন্য নাট্যকার ড. মুকিদ চৌধুরীকে বিশেষ সম্মাননা/
  • সাইফ আলী খানকে ছুরিকাঘাত: মহারাষ্ট্র থেকে যুবক গ্রেফতার