বন্যার্তদের জন্য সিয়ামের উদ্যোগ
নিউজ ডেস্ক :: ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের ৯টি জেলা। ডুবে গেছে অনেক বাড়িঘর ও স্থাপনা। কেউ কেউ ছাদে আশ্রয় নিলেও বেশির ভাগ মানুষের ঘর-বাড়ি চলে গেছে পানির নিচে। এবার ঢাকাই চলচ্চিত্রের নায়ক সিয়াম আহমেদ নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় নিজের উদ্যোগের কথা জানান।
‘যত বিপদ, তত ঐক্য’ শিরোনামের সেই ভিডিওতে তিনি বলেন, ‘গতকাল এক ভিডিওতে দেখলাম, এক ছোট বাবু তার জমানো ১৪ হাজার ৫০০ টাকা বন্যার্তদের মাঝে দিয়ে দিয়েছে। আমাদের বাংলাদেশের মানুষের ইউনিটিটা আসলে এখানে, এটাই আমাদের সৌন্দর্য।
আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মাসের ও আগের মাসের ইনকাম পুরোটা অনুদান দিতে যাচ্ছি। কিছু টাকা ইতিমধ্যে দিয়েছি, বাকিটা দিতে যাচ্ছি।’ অভিনেতা আরও বলেন, অনুদানের কথা সরাসরি বলা উচিত না, কিন্তু এখন যদি বলা যায় তাহলে কিছু মানুষ হয়তো উৎসাহিত হয়ে তারাও এগিয়ে আসবেন।
প্রত্যেকের উচিত তার কাছের বা একই পেশার মানুষকে উৎসাহিত করা। এ সময় সিয়ামের পাশে তার স্ত্রী অবন্তীও বসা ছিলেন।
সম্পর্কিত সংবাদ
ভাঙল নির্মাতা দীপংকরের সংসার
নিউজ ডেস্ক:: নির্মাতা দীপংকর দীপন। সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিজের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। রোববার সন্ধ্যায়বিস্তারিত…
ইরফান-বৃষ্টির ‘অবুঝপনা’
নিউজ ডেস্ক::নতুন নাটক নিয়ে হাজির হলেন হাল সময়ের ব্যস্ত অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী তানিয়াবিস্তারিত…