কালীগঞ্জে সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে আন্দোলন

কালীগঞ্জে প্রতিনিধি:: সাতক্ষীরা কালীগঞ্জে সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অযোগ্য ও দুর্নীতিবাজ প্রধান শিক্ষক মোঃ হযরত আলীর পদত্যাগের দাবিতে আন্দোলন কর্মসূচি করেছে শিক্ষার্থীরা।

সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে রবিবার সকালে কালীগঞ্জে কদমতলা সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কদমতলা বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধন উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রতনপুর শাখার সমন্বয়ক জাকারিয়া হোসেন, সহ সমন্বয়ক আব্দুল কাদের, সহ সমন্বয়ক ইমরান হোসেন বাবলা,সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক আজাদুর রহমান, আবেদ আলী, নাসির উদ্দীন,সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেনীর শিক্ষার্থী মনিরুল ইসলাম, আজমাইন, ফয়সাল আহমেদ সহ আরো অনেকে।এসময় বক্তরা বলেন, সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অযোগ্য ও দুর্নীতিবাজ প্রধান শিক্ষক মোঃ হযরত আলী স্কুলের ছাত্র-ছাত্রীদের থেকে বিভিন্ন কৌশলে মোটা অংকের টাকা আত্মসাৎ করেন।

স্কুলের গাছ কেটে লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সেশন ফি,প্রশ্ন ফি,ফরম ফিল আপের টাকাসহ স্কুলের সরকারের বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করেছে।শিক্ষার্থীদের মারধর করা ও তাদের মতামতকে প্রাধান্য না দিয়ে সবসময় হুমকি দেয়।মেয়েদের কমন রুমে সিসি ক্যামেরা স্থাপন করে গোপনে মোবাইলে মনিটারিং করে এবং স্কুলে তার অফিসে থাকা কালিন সময় মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখে।

সবদিক বিবেচনা করে শিক্ষার মান বজায় রাখতে আমাদের সন্তানের ভবিষত বিনির্মানে প্রধান শিক্ষক হযরত আলির পদত্যাগের একদফা দাবীতে সুশীল সমাজ,এলাকাবাসী, অভিভাবকবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ একত্রিত হয়েছি অবলম্ব্বে এই প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি জানাচ্ছি।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ আটক-১
  • বিজিবির অভিযানে কালিগঞ্জ সীমান্ত থেকে ১ কেজি আইস ও ২৯ বোতল ফেনসিডিল জব্দ
  • নলতায় শিক্ষকদের সাথে জামায়াতের মতবিনিময়
  • বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ করছে নলতা ইউনিয়ন পরিষদ, বিএনপি ও হাট কমিটি
  • সাতক্ষীরা সদর ও কালিগঞ্জে মুফতি আমির হামজার মাহফিল ২২ আগস্ট
  • কালিগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
  • কালিগঞ্জের নলতা কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ