কলারোয়া সীমান্তে সাড়ে ১৬ লাখ টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার

কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে সাড়ে ১৬ লাখ টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (৪ জুলাই) ও বৃহস্পতিবার (৩ জুলাই) কলারোয়া সীমান্তের কাকডাঙ্গা, মাদরা, হিজলদি, চান্দুড়িয়া, সুলতানপুর, তলুইগাছা বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে গত দুদিনে ভারতীয় এ ওষুধ ও শাড়ি উদ্ধার করেন। শুক্রবার ও বৃহস্পতিবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) পৃথক প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার কাকডাঙ্গা বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে কলারোয়া সীমান্তের কেঁড়াগাছি ও গাড়াখালি থেকে ৫ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ওষুধ ও শাড়ি উদ্ধার করেন। একই বিওপির সদস্যরা বৃহস্পতিবার সীমান্তের কেঁড়াগাছি, গাড়াখালি ও ভাদিয়ালি থেকে ৪ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৫০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেটসহ ওষুধ ও শাড়ি উদ্ধার করেন। অপরদিকে শুক্রবার চান্দুড়িয়া বিওপির সদস্যরা কলারোয়া সীমান্তের গোয়ালপাড়া ও কাদপুর থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। একই বিওপির সদস্যরা বৃহস্পতিবার চান্দুড়িয়া এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার করেন। শুক্রবার মাদরা বিওপির সদস্যরা সীমান্তের চান্দা মাঠ থেকে ৭০ হাজার টাকা ও বৃহস্পতিবার সীমান্তের ভাদিয়ালি থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। শুক্রবার সুলতানপুর বিওপির সদস্যরা সীমান্তের গোয়ালপাড়া থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। বৃহস্পতিবার হিজলদি বিওপির সদস্যরা সীমান্তের শ্মশান মাঠ নামক স্থান থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় শাড়ি উদ্ধার করেন। বৃহস্পতিবার তলুইগাছা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী চারাবাড়ি নামক স্থান থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় ওষুধ উদ্ধার করেন। একইদিনে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা চেকপোস্ট থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় শাড়ি উদ্ধার করেন। সবমিলিয়ে গত দুদিনে (শুক্রবার ও বৃহস্পতিবার) কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার করা হয়। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি সদস্যরা আটক করতে পারেননি কাউকে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত শুক্রবার ও বৃহস্পতিবার এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • দলীয় নির্দেশনায় গণসংযোগে ব্যাস্ত জেলা বিএনপি নেতা আক্তারুল ইসলাম
  • কলারোয়ায় ঔষুধ ফার্মেসীতে টাস্কফোর্স এর অভিযান।। ৩০ হাজার টাকা জরিমানা
  • কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় ধানদিয়ায় ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ করেন—সাবেক এমপি হাবিব
  • শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় পাশে আছি থাকবো
  • বিএনপি’র লিফলেট বিতরণ করলেন মেয়র আক্তারুল ইসলাম
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে চাই…..সাবেক এমপি হাবিব