আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম প্রকল্পের অহিতকরণ সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম প্রকল্পের অহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ বিশ্বখাদ্য কর্মসূচি (WFP) এর সার্বিক সহায়তায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। সভায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, উপজেলা প্রকৌশলী অনিন্দ্য দেব, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজ্বী আবু দাউদ ঢালী, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, শ্রীউলা ইউপির প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

ক্যাপশান : আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের অহিতকরণ সভা।

আশাশুনি উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : জাতীয়তাবাদী শ্রমিক দল আশাশুনি উপজেলা শাখার সাধারণ সম্পাদকের অসুস্থজনিত কারনে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে ফল ব্যবসায়ী শ্রমিক মোঃ রুহুল আমিনকে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
সাতক্ষীরা জেলা জাতীয়তিবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার স্বাক্ষরিত এক পত্রে জানাগেছে, উপজেলা শাখার ৪৪ জনের মধ্যে ৩৪ জন সাংগঠনিক সম্পাদক এর উপর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণের আবেদন করেন। এবিষয়ের উপর উপজেলা সভাপতি মোঃ নূরুল ইসলাম জোরালো আপত্তি উত্থাপন করেন। সংগঠনককে গতিশীল ও সংগঠনের স্বার্থে গঠনতন্ত্র অনুযায়ী ১নং যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন এর উপর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব অর্পণ করা হয়েছে। একই সাথে আগামী ৩০ জুনের মধ্যে বর্ধিত সভা আহবান করার জন্য অনুরোধ করা হয়। বর্ধিত সভায় প্রত্যেক ইউনিয়ন থেকে ৩ জন করে ও উপজেলা কমিটির সকল নের্তৃবৃন্দকে উপস্থিত রাখার ব্যবস্থা গ্রহন করতে বলা হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনির প্রতাপনগরে সরকারি খাস জমিতে অবৈধভাবে দোকান ঘর নির্মাণের অভিযোগ
  • আশাশুনিতে দরিদ্র,অসহায়,দুস্থ ও ইয়াতিমদের মাঝে জামায়াতের খাবার বিতরণ
  • আশাশুনিতে ব্যবসায়ী সংগঠন আই বি ডব্লিউ এফ’র ঈদ পুনর্মিলনী
  • আশাশুনিতে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ চাঁদাবাজ মহাসিন আটক
  • আশাশুনি উপজেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত
  • আশাশুনিতে প্লাস্টিক পলিথিন দুষণ প্রতিরোধে দক্ষতা উন্নয়ন কর্মশালা
  • আশাশুনি উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির মানববন্ধন অনুষ্ঠিত