কলারোয়ায় প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনীর সমাপ্তি

কামরুল হাসান।। কলারোয়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনীর সফল সমাপ্তি হয়েছে সোমবার। প্রদর্শনীতে ৯টি স্টলে প্রযুক্তিভিত্তিক নানা উদ্ভাবনী ডিভাইস ডিসপ্লে করা হয়। সরকারি বিভিন্ন দপ্তর মহিলা বিষয়ক, যুব উন্নয়ন, কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য অফিসের পাশাপাশি বেগম খালেদা জিয়া কলেজ, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ও সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রযুক্তিভিত্তিক নানা উদ্ভাবনী ডিভাইসের ডিসপ্লে করে। শিক্ষার্থীদের ডিসপ্লের মধ্যে রয়েছে: মডার্ন ইলেকট্রিক ফিডার, হাইটেক ডুয়েলিং অ্যাপ্লায়েন্স, ডিজাসটার প্রিপিয়ার্ডনেস সেন্টার। নানা ডিভাইস স্মার্টফোনের মাধ্যমে অপারেট করে অতিথি ও দর্শনার্থীদের প্রসংসা কুড়িয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া বিদেশে রপ্তানিযোগ্য মাটির টালি প্রদর্শিত হয় প্রদর্শনীতে। সোমবার উপজেলা অডিটোরিয়াম দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনীর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এ সেমিনার ও প্রদর্শনীর প্রধান অতিথি ছিলেন বিসিএসআইআর এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. অজয় কান্তি মন্ডল। বিশেষ অতিথি ছিলেন সায়েন্টিফিক অফিসার রতন কুমার বিশ্বাস, প্রধান সহকারী আনোয়ার হোসেন, সিনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট জমির আলি, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। সমাপনী অনুষ্ঠানে সফল উদ্ভাবকদের পুরস্কৃত করা হয়।



« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • দলীয় নির্দেশনায় গণসংযোগে ব্যাস্ত জেলা বিএনপি নেতা আক্তারুল ইসলাম
  • কলারোয়া সীমান্তে সাড়ে ১৬ লাখ টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার
  • কলারোয়ায় ঔষুধ ফার্মেসীতে টাস্কফোর্স এর অভিযান।। ৩০ হাজার টাকা জরিমানা
  • কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় ধানদিয়ায় ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ করেন—সাবেক এমপি হাবিব
  • শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় পাশে আছি থাকবো
  • বিএনপি’র লিফলেট বিতরণ করলেন মেয়র আক্তারুল ইসলাম
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে চাই…..সাবেক এমপি হাবিব