কয়রায় রেকর্ডীয় সম্পত্তি জোর পূর্বক দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলার ৪নং কয়রা গ্রামে রেকর্ডীয় সম্পত্তি জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগে ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২০ এপ্রিল) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেন ৪নং কয়রা গ্রামের আনছার ঢালীর পুত্র রইজ উদ্দিন ঢালী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন কয়রা সদর ইউনিয়নের ৪নং কয়রা গ্রামে আমি দির্ঘদিন শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে আসছি। সম্প্রতি আমার রেকডিয় জমিতে আমার প্রতিবেশি মুন্নী গংরা জোর পূর্বক কিছু অংশ দখলের করে নিয়েছে। এমনকি আরও দখল করার চেষ্টা করছে। প্রকৃত ঘটনাটি হলো যে মুন্নী বেগমের বাড়ি বিলের মাঝখানে হওয়ায় তার বাড়িতে যাতায়াতের কোন পথ ছিল না। বিষয়টি আমার কাছে খুব খারাপ লাগে। এমতাবস্থায় আমি এয়াজ মুলে আমার একটু জমি দিয়ে তাদের বাড়িতে যাতায়াতের জন্য পথ বের করে দেই। সেই সরলতার কারনে কিছুদিন পর পথের জায়গা ছাড়াও আমার জায়গার ভিতরে বাড়িয়ে ঘর বাঁধার চেষ্টা করিলে আমি বাধা প্রদান করলে মুন্নি বেগম সহ তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাকে হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেয়। পরবর্তীতে আমি নিরুপায় হয়ে থানায় অভিযোগ দায়ের করি। এ ব্যাপারে কয়েকবার শালিস বৈঠক করে আমার পক্ষে রায় প্রদান করেন। তা তারা না মেনে বিভিন্ন ষড়যন্ত করতে থাকে। মুন্নি বেগম গংরা প্রভাবশালী হওয়ায় আমার জায়গায় আবারও ঘর বাঁধার চেষ্টা করে। আমি গত নভেম্বর মাসের ১৭ তারিখ কয়রা থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি। মামলাটি তদন্তপুর্বক পুলিশ আমার পক্ষে আদালতে প্রতিবেদন দাখিল করেন। তারা ক্ষিপ্ত হয়ে আমাকে ক্ষতি করতে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার জন্য হুমকি ধামকি অব্যাহত রেখেছে। শুধু তাই নয় আমার জায়গা জোর করে দখল করার চেষ্টা করছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন সহ সার্বিক সহযোগিতা কামনা করছি।






সম্পর্কিত সংবাদ

  • ময়মনসিংহে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ
  • কয়রায় জলবায়ু পরিবর্তনে ক্ষতি মােকাবেলায় করনীয় বিষযে সংলাপ
  • সংসদে একক অধিপত্য বজায় রাখার জন্যই পিআর পদ্ধতির বিরোধীতা করা হচ্ছে -মাওলানা এটিএম মা’ছুম
  • রাজধানীতে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ১৩১ নেতাকর্মী গ্রেপ্তার
  • বেনাপোলে কোটি টাকার বকেয়া আদায়ের দাবিতে আমদানিকারকের সংবাদ সম্মেলন
  • সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ….বাসস চেয়ারম্যান
  • কয়রায় তাযাকিয়ায়ে নাফস ও তাসাউফ সম্মেলন
  • কয়রায় মিথ্যা অভিযোগ করে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন