কেশবপুরে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে শুভ নববর্ষ উদযাপন

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি:: এসো হে বৈশাখ,এসো এসো, অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় শুভ নববর্ষ। জ্বরা-জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এ আহ্বান জানায় বাঙালি জাতী। পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে সারা দেশ।সারাদেশের ন্যায় যশোরের কেশবপুরে আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে শুভ নববর্ষ উদযাপন করা হয়। কেশবপুর উপজেলা প্রশাসন এবং জাতীয়তাবাদী দল বিএনপি একযোগে সোমবার (১৪ মার্চ) ১বৈশাখ উদযাপন করেন। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ‘বাংলা নববর্ষ-১৪৩২’ উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা,বৈশাখী মেলা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯টায় র্যালি শেষে শিশু কিশোর কিশোরীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসােনা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।
বাংলা নববর্ষ উপলক্ষ্যে কেশবপুর বাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি বলেন, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সুদূর অতীত থেকে গড়ে ওঠা এক শক্ত ভিত্তি। ঐতিহ্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোেধ মিলেই গড়ে তোলে একটি সুসংগঠিত জাতি। জাতির আত্মপরিচয়ে পয়লা বৈশাখ এক উজ্জ্বল উপাদান। তিনি বলেন, প্রতি বছর পয়লা বৈশাখ অতীতের আলোকচ্ছটায় অনুপ্রাণিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শরীফ নেওয়াজ,থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস ছামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আলা, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, বৈষম্য ছাত্র আন্দোলনের সম্রাট হোসেন সহ বিভিন্ন সংগঠনে নেতৃবৃন্দ।
সম্পর্কিত সংবাদ

মাদক প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বেনাপোল প্রতিনিধি : এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি এই শ্লোগানকে সামনেবিস্তারিত…

আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশী আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই
মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আওয়ামীলীগ বিগত ১৫/১৬বিস্তারিত…