ইসলামের সুমহান দাওয়াত প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার আহবান

সাতক্ষীরা সংবাদদাতা:: পাড়া—প্রতিবেশী, সহকর্মী, আত্মীয়—স্বজনসহ ইসলামের সুমহান আদর্শের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহবান জানিয়েছেন সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টায় শহরের মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে আয়োজিত গণসংযোগ পক্ষের উদ্বোধনে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী খোরশেদ আলমের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে শহর জামায়াতের নায়েবে আমীর সাবেক কাউন্সিলর ফখরুল হাসান লাভলু, মাওলানা মুস্তাফিজুর রহমান, সহকারী সেক্রেটারী এড.আবু তালেব, মাষ্টার বদিউজ্জামানসহ সাতক্ষীরা পৌরসভার প্রতিটা ওয়ার্ড, ইউিনিট ও পেশাজীব দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
জেলা আমীর শহিদুল ইসলাম মুকুল বলেন, কেউই আমাদের দাওয়াতের বাইরে থাকবে না। আর সর্ব প্রথম দাওয়াত হবে নিজের নফসের প্রতি। আমাদের কথা ও কাজে যেন অমিল না থাকে। যেটা মানুষকে করতে বলব, সেটা যেন আমি নিজে আগে আমল করি। ইসলামী আন্দোলনের প্রতিটি জনশক্তির কথাবার্তা, লেনদেন, সামাজিক কাজকর্ম আল্লাহর দ্বীন বা কোরআন অনুযায়ী হতে হবে। যতই বাঁধা আসুক আমরা ইকামাতে দ্বীনের কাজ চালিয়ে যাব। মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াতে হবে। জনকল্যাণমূলক কাজে নিজেদের আত্মনিয়োগ করতে হবে। তাহলেই আমাদের দাওয়াত কার্যকর হবে।
আগামি ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ পালনের আহবান জানান তিনি।
সম্পর্কিত সংবাদ

কালিগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধি। আগামী ১০ মে কালিগঞ্জ উপজেলার সামাদ স্মৃতি ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনবিস্তারিত…

সাতক্ষীরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি::’স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’ স্লোগানে সাতক্ষীরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৫বিস্তারিত…