শ্যামনগরে বাঘ ট্রাংকুলাইজেশন ও খাল সার্ভে বিষয়ক প্রশিক্ষন

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর :: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ৩ দিন ব্যাপী বাঘ ট্রাংকুলাইজেশন ও খাল সার্ভে বিষয়ক প্রশিক্ষন সমাপ্ত হয়েছে।
বাঘ আমাদের অহঙ্কার, রক্ষার দায়িত্ব সবার প্রতিপাদ্য নিয়ে ৩ দিন ব্যাপি বাঘ ট্রাংকুলাইজেশন ও খাল সার্ভে বিষয়ক প্রশিক্ষন ২য় পর্ব সমাপ্ত হয়েছে। প্রশিক্ষন অংশ নেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ৪ স্টেশনের বিভিন্ন ফাঁড়ীতে নিয়োজিত ৪০ জন কর্মকর্তা ও বন প্রহরীবৃন্দ। প্রশিক্ষনার্থীর মধ্যে ছিলেন পুষ্পকাটির অফিসার ইনচার্জ আব্দুস ছালাম, নোটাবেকী অফিসার ইনচার্জ হারুনার রশিদ, বুড়িগোয়ালিনী স্টেশনের অফিসার রিজাউল হক, ফরেস্ট গার্ড আনোয়ার হোসেন প্রমুখ।
প্রশিক্ষন প্রদান করেন গাজীপুর সাফারী পার্কের প্রানীসম্পদ বিভাগের ডাক্তার মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান, সাফারী পার্কের ল্যাব ইনচার্জ আতিকুল ইসলাম ভুইয়া। প্রথম ব্যাচের ৩ দিন ব্যাপী প্রশিক্ষন সম্পাপ্তি হয় ৬ ফেব্রæয়ারী, ২য় ব্যাচের প্রশিক্ষন সমাপ্তি হয় ৯ ফেব্রæয়ারী।
সম্পর্কিত সংবাদ

অনুমতির আগেই সুন্দরবনের মধু হচ্ছে লাপাত্তা
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: আগামী ১ এপ্রিল থেকে মৌয়ালদের মধু আহরণের উদ্দেশ্যে সুন্দরবনেবিস্তারিত…

শ্যামনগর আটুলিয়া ভূমি অফিসে ১৭শ টাকার দাখিলার মূল্যে ২০ হাজার টাকা।
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর :: শ্যামনগর আটুলিয়া ভূমি অফিসের পিয়ন কর্তৃক ১৭শ টাকার দাখিলার বিপরীতেবিস্তারিত…