অনুমতির আগেই সুন্দরবনের মধু হচ্ছে লাপাত্তা

মৌয়ালদের সঙ্গে কথা বলে জানা যায়, মৌসুমের শুরুতে সুন্দরবনে খলিশা ও গরান ফুলের মধু আসে। এরপর আসে কেওড়া ফুলের মধু। এর মধ্যে সবচেয়ে দামি হচ্ছে খলিশার মধু। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা এলাকার কাশেম গাজী জানান, মধু সংগ্রহ করতে মৌয়ালরা আগামী এপ্রিলের ১ তারিখে সুন্দরবনে ঢুকতে বন বিভাগের অনুমতি পাবেন। অর্থচ মার্চ মাসেই এলাকার বিভিন্ন জায়গায় ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায় প্রতি কেজি সুন্দরবনের মধু বিক্রি হচ্ছে। মূলত বেশি দামের আশায় মাছ ধরার অনুমতি নিয়ে সুন্দরবনে যাওয়া জেলেরা এসব মধু সংগ্রহ করছেন ফলে কর্তৃপক্ষের নির্দিষ্ট করে দেওয়া সময়ে বনে ঢুকে প্রত্যাশিত পরিমাণ মধু সংগ্রহ নিয়ে তারা চিন্তায় পড়েছেন।
চাদনীমুখা গ্রামের মৌয়াল আব্দুল গফফার বলেন, একটা পরিপূর্ণ মধুর চাক থেকে কমপক্ষে পাঁচসাত কেজি মধু পাওয়া যায়। কিন্তু চোরা মধু আহরণকারীদের আগাম চাক কাটার কারণে চাকে সর্বোচ্চ ৫০০ গ্রাম মধু পাওয়া যায়। এবার বন থেকে যেভাবে মাছ ও কাঁকড়া শিকারের আড়ালে আগাম মধু কাটা হচ্ছে, তাতে মৌসুম শুরু হলে মধু কেমন হবে, তা বলা যাচ্ছে না। বেশি মধু না পেলে আমাদের চালান মার যাবে। তখন ঋণের বোঝা টেনে বেড়াতে হবে। এভাবে প্রতিনিয়ত যদি মধু চুরি করে আনা হয়, তাহলে বৈধ পাশ নিয়ে প্রকৃত মৌয়ালরা যখন বনে যাবে তখন তাদের প্রত্যাশিত মধু সংগ্রহ পুরন হবে না। তাদের যে পরিমান খরচ হবে সেটা উঠানো খুবই মুশকিল হয়ে যাবে। সে কারনে প্রকৃত মৌয়াল দুশ্চিন্তায় দিন পার করছে।
বর্তমানে সুন্দরবনে চলছে হরিলুট, যে যেভাবে পারছে সুন্দরবন কে ধংস্ব করে যাচ্ছে। আর এর অন্তরালে রয়েছে বন বিভাগ। তাদের যেন কিছুই করার নেই।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের সহকারী বন কর্মকর্তা মশিউর রহমান বলেন, আগামী ১ এপ্রিল সুন্দরবনে মধু আহরণ শুরু হয়ে চলবে ৩১ মে পর্যন্ত। তিনি বলেন, মৌসুম শুরুর আগে আগাম মধু চুরির অপতৎপরতা ঠেকাতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।
সম্পর্কিত সংবাদ

শ্যামনগরে পুকুর থেকে আবারও ৩৮টি দেশীয় অস্ত্র উদ্ধার
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ মঙ্গলবার সকাল ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগরের নকিপুরবিস্তারিত…

শ্যামনগরে ভূয়া এনজিও প্রতিষ্ঠান তালাবদ্ধ, তিন কর্মকর্তা আটক
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে স্বর্ণালী জন উন্নয়নবিস্তারিত…