মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে দুই দিনব্যাপী মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের (সিটিপ) দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা ম্যানগ্রোভ ট্রেনিং সেন্টারে ২৬ ও ২৭ জানুয়ারি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সমাপনী পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোয়াইব আহমাদ। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সামিনুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের দক্ষতা উন্নয়নে সচেতনতা বৃদ্ধি মূলক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন এবং পরিচালনার প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভ করবে। প্রশিক্ষণ থেকে শিক্ষনীয় বিষয় নিয়ে বসে থাকলে হবে না সেটা বাস্তবে কাজে লাগাতে হবে।
মানব পাচার থেকে ফিরে আসা ব্যক্তির কোনো তথ্য বা কাজের ক্ষেত্রে যে কোন সহযোগিতার জন্য উপজেলা  সরকারি দপ্তরে জানানো, প্রয়োজনে আমার কাছে আসলে আমি নিজেই সহযোগিতা করব।
কর্মশালায় আশাশুনি, কালিগঞ্জ, সাতক্ষীরা সদর উপজেলা ও সাতক্ষীরা পৌরসভার মানব পাচার থেকে ফিরে আসা ব্যক্তি, ইউনিয়ন তথ্য কেন্দ্রের সদস্য, যুব নেতা, ইউনিয়ন মানব প্রচার প্রতিরোধ কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।
  কর্মশালায় সহায়ক হিসেবে উপস্থিত থাকেন প্রকল্প সমন্বয়কারী সুবল ঘোষ, জেলা সমন্বয়কারী দীপ্তি রায়, কমিউনিটি ফ্যাসিলিটেটর মাহাবুবুর রহমান ও কুমারেশ মন্ডল। উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ও উইনরক  ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রুপান্তর মাঠ পর্যায়ে কার্যক্রমটি বাস্তবায়ন করছে।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে প্লাস্টিক পলিথিন দুষণ প্রতিরোধে দক্ষতা উন্নয়ন কর্মশালা
  • আশাশুনি উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আহবায়ক কমিটি অনুমোদন
  • আশাশুনির সীমান্তবর্তী চম্পাফুল বাজার থেকে ভ্যানচোর আটক
  • আশাশুনির বড় দূর্গাপুর জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • আশাশুনি প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
  • আশাশুনির প্রতাপনগর কপোতাক্ষ নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন।। আতংকিত এলাকাবাসী
  • আশাশুনিতে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত