বাংলাদেশ থেকে, যে কোনো সময় ঘোষণা নারী বিশ্বকাপ সরে গেলো
নিউজ ডেস্ক :: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে হতে যাচ্ছে এবারের আসর। ক্রিকবাজের খবর অনুযায়ী এ বিষয়ে কেবল আনুষ্ঠানিক ঘোষণা আসাই বাকি। যে কোনো সময় আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
আজ মঙ্গলবার আইসিসি বোর্ড সভা ছিল। সেখানে অংশ নেয়া বেশিরভাগ দেশের বোর্ড প্রধানরাই বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনে আপত্তি জানান। তাদের মতে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতায় এখন বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট আয়োজন করা ঠিক হবে না। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ ব্যাপারে সম্মত হয়েছে।
গত দেড় মাসের বেশি সময় ধরে বাংলাদেশের উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। টানা ৩৬ দিনের আন্দোলন শেষে ৫ই আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলেও দেশ এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এছাড়া বিশ্বকাপে অংশ নেবে এমন ৫টা দেশ বাংলাদেশ সফরে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে।
ফলে সবমিলিয়ে বিশ্বকাপ যে বাংলাদেশে হবে না সেটা এক প্রকার নিশ্চিতই ছিল। তবু অভিজ্ঞতা বিচারে বাংলাদেশ কিছুটা বাড়তি সময় পেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কিছুতে আর শেষ রক্ষা হলো না।
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের প্রধান কোচ হতে আগ্রহী মুশতাক আহমেদ
নিউজ ডেস্ক::বাংলাদেশের ক্রিকেটে চন্ডিকা হাথুরুসিংহের যুগ এখনই শেষ হচ্ছে না। পাকিস্তানে সফলতম সফর শেষে তিনিবিস্তারিত…
দিবালার গায়ে মেসির ১০ নম্বর জার্সি, করলেন গোল এবং জেতালেন দলকে
নিউজ ডেস্ক ::চিলির মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানাননি, লিওনেল মেসিরবিস্তারিত…