সাতক্ষীরা সদর ও কালিগঞ্জে মুফতি আমির হামজার মাহফিল ২২ আগস্ট

সাতক্ষীরা নিউজ ডেস্ক :: উপমহাদেশের জনপ্রিয় বক্তা ও লাখ লাখ লোক যার আলোচনা শুনে দ্বীনের সঠিক দিশা পাচ্ছেন মুফতি মাওলানা আমীর হামজা তাদের মধ্যে অন্যতম।

মাওলানা আমীর হামজা সাতক্ষীরার মাটিতে বৃস্পতিবার (২২শে আগস্ট) আগমন করে তিনি সাতক্ষীরা সদর ও কালিগঞ্জে তাফসিরুল কুরআন মাহফিলে বক্ত রাখবেন বলে জানা গেছে।

তিনি আগামী ২২শে আগস্ট, বৃস্পতিবার বিকাল ৩ ঘটিকায় কালিগঞ্জের রতনপুর নাটুয়ার বেড় পানির ফিল্টার সংলগ্ন মাঠে এবং একই দিন বাদ মাগরিব সাতক্ষীরা সদরের মাধবকাটি বাজার বলফিল্ড মাঠ প্রাঙ্গণে তাফসিরুল কুরআন মাহফিলে বক্তব্য পেশ করবেন।

এদিকে মুফতি আমীর হামজার সাতক্ষীরায় আগমনের খবর শুনে তাফসির প্রেমীদের মধ্যে ব্যাপক প্রচারণা চলছে। প্রচারণার ধরন হচ্ছে শত শত ভক্ত মুফতি আমীর হামজার ছবি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করে বন্ধুদেরকে মাহফিলে অংশগ্রহণের জন্য উৎসাহিত করছেন।

উল্লেখ্য, সরকারের পক্ষ থেকে গত কয়েকবছর ধরে সাতক্ষীরায় তার মাহফিল করা নিষিদ্ধ ও মাহফিলে বাধা প্রদান করা হয়েছে। বর্তমানে যে কয়েকজন বক্তা কিচ্ছা নির্ভয় নয় কেবল কুরআনের শিক্ষাকে বাস্তবতার সাথে তুলে ধরে তাফসির করছেন মুফতি আমীর হামজা তাদের মধ্যে শীর্ষে আছেন। ফলে তার মাহফিলে লাখ লাখ লোক সমাবেত হয় তাফিসর শুনতে। মানুষ এখন আজগুবি কিচ্ছা নয় বাস্তব তাফসিরে আগ্রহী।






সম্পর্কিত সংবাদ

  • কালিগঞ্জে সাংবাদিক ফোরামের কমিটি গঠন
  • শিশু পুত্রদ্বয় আরিয়ান ও মাহির আবরারের জানাজা ও দাফন সম্পন্ন
  • কালিগঞ্জে ট্রলির ধাক্বায় নিহত ১
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
  • নলতায় পূর্ব শত্রুতার জেরে নৃশংসভাবে প্রাণী হত্যা
  • নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সভা
  • নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সভা
  • নলতায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সভা