এবারের ‘মিস ইউনিভার্স’ খেতাব পেলেন ভিক্টোরিয়া
নিউজ ডেস্ক :: ২১ বছরের ভিক্টোরিয়া কেজার থিলভিগের মাথায় উঠল ‘মিস ইউনিভার্স ২০২৪’-এর খেতাব। ১২৫ জন প্রতিযোগীকে টপকে মিস ইউনিভার্সের মুকুট ছিনিয়ে নিয়েছেন ডেনমার্কের এই সুন্দরী। মিস ইউনিভার্সের মঞ্চে ডেনমার্কের এটি ছিল প্রথম জয়। মেক্সিকো সিটির এরিনা সিডিএমএক্সে বসেছিল ৭৩তম মিস ইউনিভার্সের আসর।
এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন মেক্সিকোর মারিয়া ফার্নান্ডা বেল্টরান। দ্বিতীয় রানার আপ হন নাইজেরিয়ার সিনদিমা আদেতশিনা। প্রথম পাঁচের মধ্যে ছিলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংশ্রী এবং ভেনেজুয়েলার ইলিয়ানা মার্কেজ। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবারের প্রিলিমিনারি ইভেন্টে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়।
এই পর্বে এক বর্ণাঢ্য জাতীয় পোশাক প্রদর্শনী অন্তর্ভুক্ত ছিল। এরপর সেমি-ফাইনালে অংশগ্রহণকারীরা সাঁতারের পোশাকে প্রদর্শনী করেন। ১২ জন চূড়ান্ত পর্বে উন্নীত হয়ে তাদের সন্ধ্যার পোশাকে মঞ্চে পা রাখেন। ১২৫টি দেশকে নিয়ে শুরু হওয়া এ বছরের সৌন্দর্য প্রতিযোগিতা ঐতিহাসিক মাইল ফলক পার করেছে।
‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ইতিহাসে এটাই সর্বোচ্চ সংখ্যা। ২০১৮ সালে ৯৪টি দেশ অংশ নিয়েছিল। হিসেবের তালিকায় সেই বছর এখন দ্বিতীয় স্থানে। মারিও লোপেজ় ও অলিভিয়া কুল্পো সঞ্চালিত এই অনুষ্ঠানের লাইভ কমেন্টারি করছিলেন ক্যাট্রিওনা গ্রে ও জ়ুরি হল।
সূত্র :যুগান্তর
সম্পর্কিত সংবাদ
আসিফ ইকবাল সভাপতি ও জয় শাহরিয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত
নিউজ ডেস্ক :: গীতিকবি সংঘ বাংলাদেশের ২০২৪-২৬ মেয়াদী কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হলেন আসিফবিস্তারিত…
আবারও প্রেমে পড়েছেন পরীমণি
নিউজ ডেস্ক :: আবারও প্রেমে পড়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ফেসবুকে ছোট্ট এক ভিডিওক্লিপে নিজের নতুনবিস্তারিত…