প্রধান কোচ হওয়ার যোগ্য কেউ বাংলাদেশে নেই: তামিম ইকবাল

নিউজ ডেস্ক :: দেশের কোনো কোচকে কেন জাতীয় দলের প্রধান কোচ করা হয় না- বাংলাদেশে এই বিতর্ক বেশ কয়েকবছর ধরেই চলছে। নাজমুল আবেদিন ফাহিম কিংবা মোহাম্মদ সালাউদ্দিনকে প্রধান কোচ করার দাবিও উঠেছে বহুবার। দেশীয় কোচ নিয়োগ না দেওয়া বিসিবির সমালোচনা হয়েছে বিস্তর। এবার তামিম ইকবাল নিজেই বললেন, জাতীয় দলের প্রধান কোচ হওয়ার যোগ্য কেউ বাংলাদেশে নেই!‘বাংলাদেশের বিপক্ষে পারফর্মেন্স দিয়ে কাউকে বিচার করা ঠিক নয়’
চলতি বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন তামিম ইকবাল। সেখানেই ভারতের ক্রীড়া সাময়িকী ‘স্পোর্টস্টার’কে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ নিয়ে। গত এক দশকে ভারতের প্রধান কোচের পদে বাইরের কাউকে দেখা যায়নি। নিজেদের সাবেক ক্রিকেটারদেরকেই কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে বিসিসিআই। তাহলে বাংলাদেশে কেন নয়? হারিকেন মিল্টন: আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচ হবে তো?
তামিমের কাছে জানতে চাওয়া হয়েছিল, প্রধান কোচ নিয়োগে বিসিবিরও কি স্থানীয় কোচদের দিকে নজর দেওয়া উচিত কিনা? জবাবে তামিম বলেছেন, ‘আমার মনে হয় না, প্রধান কোচ হওয়ার মতো যোগ্য কেউ বাংলাদেশে এখন আছে। এখন এমন দু-তিনজন আছেন, যারা সহকারী কোচ হতে পারেন। কিন্তু আমার মনে হয় না, তারা জাতীয় দলের প্রধান কোচ হওয়ার উপযুক্ত।’ ভারত ইস্যুতে পাকিস্তানে না-ও হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল
কোচিং স্টাফ নিয়োগে নিজের চিন্তাধারা নিয়ে তামিম বলেন, ‘বাংলাদেশ দলের কোচিং স্টাফে ৭০: ৩০ অনুপাত থাকা উচিত। প্রধান কোচ পদে একজন বিদেশি ও তার সঙ্গে বড়জোর আরও দুজন বিদেশি কোচ থাকতে পারেন। সহকারী কোচ পদে বাকি ৭০ শতাংশ বাংলাদেশি নিয়োগ করা উচিত। তাতে স্থানীয় কোচদের গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে এবং একদিন তারা প্রধান কোচ হতে পারবেন।’ ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলা হচ্ছে না উইলিয়ামসনের
বর্তমান কোচ চন্ডিকা হাথুরুসিংহের মেয়াদ আগামী ফেব্রুয়ারির চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। বোর্ড প্রধানের গুডবুকে না থাকায় এর আগেও তার চাকরি যেতে পারে। নতুন কোচ খোঁজার বিষয়ে তামিম বলেন, ‘বাংলাদেশের বড় নামের পেছনে ছোটা বন্ধ করা উচিত। কারণ, বিখ্যাত সবাই দলের জন্য ভালো কোচ হয় না। বাংলাদেশ ক্রিকেটের জন্য কারা মানানসই, সেটা তাদের (বিসিবি) খুঁজে বের করতে হবে। সেই ব্যক্তিকে কঠোর পরিশ্রমী হওয়ার পাশাপাশি দলে কিছু যোগ করার সামর্থ্য থাকতে হবে।’
সূত্র :দেশ রূপান্তর নিউজ
সম্পর্কিত সংবাদ

মুশফিকের অবসরের ঘোষণা
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার রাতে সামাজিকবিস্তারিত…

সাতক্ষীরা ইন্টার হেলথ সেক্টর ক্রিকেট টুর্নামেন্টে ফারজানা ক্লিনিক চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগেবিস্তারিত…