নওগাঁয় বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হাছানাত আলী

নিউজ ডেস্ক :: নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্টেশন বিভাগের (আইবিএ) অধ্যাপক মোহা. হাছানাত আলী। তাকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।গত রোববার বিকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব শাহীনুর ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন হাছানাত আলী। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। এছাড়া রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

হাছানাত আলী ১৯৮৫ সালে বগুড়া থেকে দাখিল এবং ১৯৮৭ সালে এইচএসসি সম্পন্ন করেন। এরপর তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ থেকে ১৯৯১ সালে স্নাতক এবং ১৯৯২ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০৭ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

সূত্র :যুগান্তর নিউজ





সম্পর্কিত সংবাদ

  • জাতীয় রাজস্ব বোর্ডে বড় নিয়োগ
  • ডিএমপিতে চাকরির সুযোগ, আবেদন করুন আজই
  • নন-টেকনিক্যাল পদে ৩৯ জনকে নিয়োগ দেবে বুয়েট
  • ৪৭ বিসিএসে আসছে সবচেয়ে বেশি পদ, ক্যাডার নিয়োগ ৩৫০০
  • ১৯ বছরেই এসআই হওয়ার সুযোগ, আজই আবেদন করুন
  • গুগলে চাকরি পাওয়ার যোগ্যতা কী কী, জানালেন সুন্দর পিচাই
  • ৫৬ পদে নিয়োগ দিচ্ছে বেপজা
  • আকর্ষণীয় বেতনে বেসরকারি সংস্থায় চাকরি, দুই দিন ছুটি