প্রকাশ হলো দরদ সিনেমায় শাকিব খানের লুক দুলু মিয়ার খোঁজ মিলেছে

নিউজ ডেস্ক :: সেন্সর বোর্ডের ইতি ঘটেছে। গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। রবিবার সন্ধ্যায় অনন্য মামুন পরিচালিত এ ছবি প্রদর্শনের পর মুক্তির অনুমতি দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক অনন্য মামুন।এদিকে, ছবিটির নতুন লুক প্রকাশ হয়েছে। সোমবার সন্ধ্যায় শাকিব খানের ফেসবুক পেইজ থেকে এই লুক প্রকাশ হয়েছে। যেখানে লেখা রয়েছে দুলু মিয়ার খোঁজ মিলেছে। আগামীকাল তাকে জনসমক্ষে আনা হবে।

অন্যদিকে, এই ছবিটি বাংলাদেশে আগামী নভেম্বরেই মুক্তি দেওয়া হবে বলে একটি সূত্র জানিয়েছেন। কাজ পেতে হলে বিছানায় যেতে হয়, বললেন অভিনেত্রী পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ বলেছেন, ‘দরদ’ পাশ পেয়েছে। সেন্সর থেকে নতুন সার্টিফিকেশন বোর্ড হওয়ায় এখনও গ্রেডিং সিস্টেম চালু হয়নি। আইনমন্ত্রী (আইন উপদেষ্টা) বলেছেন, নতুন বিধি তৈরি করতে হবে। ছ’মাসের মধ্যে আইন প্রণয়ন করে ছবির ম্যারিট অনুযায়ী পরে গ্রেড দেয়া হবে।

‘দরদ’ আমরা ছেড়ে দিয়েছি। এটি বাণিজ্যিক ছবি, শাকিব খান খুব ভালো অভিনয় করেছেন। পরিচালক ও তার টিম কষ্ট করে ছবি বানিয়েছেন। যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দরদ’। নভেম্বর অথবা ডিসেম্বরে ছবিটি প্যান ইন্ডিয়ান হিসেবে বাংলাদেশ, ইন্ডিয়াসহ বিশ্বব্যাপী মুক্তি দিতে চান। অনন্য মামুন বলেন, সার্টিফিকেশন বোর্ড থেকে প্রশংসা পেয়েছি। এ সপ্তাহে মুক্তির তারিখ জানাবো।

সূত্র :দেশ রূপান্তর নিউজ





সম্পর্কিত সংবাদ

  • পাকিস্তানি ব্যান্ড জুনুন আসছে বাংলাদেশে
  • সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মার্কিন গায়িকা অ্যাঞ্জি স্টোন
  • হলিউড থেকে বলিউড, টফিতে দেখা যাবে ২ হাজারেরও বেশি মুভি
  • মঞ্চনাটকে অবদানের জন্য নাট্যকার ড. মুকিদ চৌধুরীকে বিশেষ সম্মাননা/
  • সাইফ আলী খানকে ছুরিকাঘাত: মহারাষ্ট্র থেকে যুবক গ্রেফতার
  • বিলাসবহুল বাড়ির কেন ২৭ তলাতে থাকে পুরো আম্বানি পরিবার
  • বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন
  • গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ত্রিনিয়া হাসান