জাতীয় সংগীত গেয়ে উদীচীর প্রতিবাদ

নিউজ ডেস্ক::সম্প্রতি বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। বেশির ভাগই বলছেন জাতীয় সংগীত দেশের মানুষের আবেগের জায়গা। এটা যেন পরিবর্তন না হয়।

একটি পক্ষ অবশ্য বিপক্ষেও মত দিয়েছেন। এই পরিস্থিতিতে জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে একযোগে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচি পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

শুক্রবার দেশের সব জেলা ও বিদেশে উদীচীর শাখা সংসদের শিল্পী-কর্মীসহ সাধারণ মানুষ একসঙ্গে এই জাতীয় সংগীত কর্মসূচি পালন করেছে।

এদিন জাতীয় প্রেস ক্লাবের বিপরীত পাশের সড়কে একসঙ্গে জাতীয় সংগীত কণ্ঠে তুলে কর্মসূচিতে অংশ নেয় উদীচী শিল্পীগোষ্ঠী, জাতীয় খেলাঘর আসরসহ বিভিন্ন সংগঠন।

এর আগে গত মঙ্গলবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের জাতীয় সংগীতকে ‘স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থি’ আখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবি জানান জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমী।

এর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল প্রতিবাদ জানান নেটিজেনরা। এরই প্রেক্ষিতে সম্মিলিত কণ্ঠে এই জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচি ঘোষণা করে উদীচী।

সূত্র:মানবজমিন নিউজ






সম্পর্কিত সংবাদ

  • বক্স অফিসে ‘কান্তারা চ্যাপ্টার ১’ এর আয় কত
  • ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথম জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ
  • ‘বিগ বস ১৯’-এ আকাশচুম্বী পারিশ্রমিক নিচ্ছেন সালমান!
  • বাইফা অ্যাওয়ার্ড পেলেন তানিয়া আফরিন
  • বউ বাইক কনফিউশন
  • ইসরায়েলি অভিনেত্রীর সিনেমা নিষিদ্ধ
  • জুটি বাঁধছেন রোহিত-যীশু
  • পাকিস্তানি ব্যান্ড জুনুন আসছে বাংলাদেশে