ছবি তোলাকে কেন্দ্র করে মেজাজ হারালেন আলিয়া

নিউজ ডেস্ক::সব ধরনের তারকাদের পিছনেই পাপারাৎজিদের ভিড় থাকে। তাই অনেক তারকারাই একটু লুকিয়ে চলার চেষ্টা করেন। বিনা অনুমতিতে ছবি তোলায় অনেকে আবার পাপারাৎজিদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
এবার ছবি তোলাকে কেন্দ্র করে মেজাজ হারালেন অভিনেত্রী আলিয়া ভাট। বিনা অনুমতিতে তার বাড়িতে পাপারাৎজিরা ঢুকে পড়েন। যা নজরে আসতেই মেজাজ হারান তিনি। তাদেরকে রীতিমতো ধমক দিয়ে বসেন।
এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, সাদা রঙের ঢোলা শার্ট ও কালো প্যান্ট পরিহিত আলিয়া গাড়ি থেকে নেমে হেঁটে বাড়িতে ঢুকছে।
সেখানেই দাঁড়িয়ে ছিলেন পাপারাৎজিরা।আলিয়াকে দেখেই নাম ধরে ডাকাডাকি শুরু করে দেন তারা। রণবীরপত্নীর কাছে এই ঘটনা নতুন নয়। এ ক্ষেত্রে প্রায়ই ক্যামেরার সামনে পোজ দেন তিনি।
এ দিন অবশ্য তা করেননি আলিয়া। পাপারাৎজিদের একরকম উপেক্ষা করেই সোজা বাড়ির দিকে হাঁটা ধরেন। আলিয়া বাড়ির ভেতরে চলে যাচ্ছেন দেখে পাপারাৎজিরা তাকে অনুসরণ করতে শুরু করে।
রণবীরপত্নীর সঙ্গে ছিলেন তার টিমের সদস্যরাও। ফটোগ্রাফারদের বাড়ির ভেতরে ঢুকতে বারণ করেন তারা। কিন্তু সেই নিষেধ উপেক্ষা করেই দ্রুত আলিয়াকে ফ্রেমবন্দি করার চেষ্টা করেন ছবি শিকারিরা।
এরপরই মেজাজ হারান অভিনেত্রী। ঘুরে দাঁড়িয়ে চিত্র গ্রাহকদের কড়া সমালোচনা করেন তিনি।
‘আপ কেয়া কর রাহে হো? ইয়ে প্রাইভেট বিল্ডিং হ্যায়। ভাইরাল ভিডিওতে রাগের গলায় স্পষ্ট বলতে শোনা গিয়েছে আলিয়াকে।
সূত্র:মানবজমিন নিউজ
সম্পর্কিত সংবাদ

হলিউড থেকে বলিউড, টফিতে দেখা যাবে ২ হাজারেরও বেশি মুভি
[নিউজ ডেস্ক :: বিশ্বমানের বিনোদন বাংলাদেশের দর্শকদের কাছাকাছি পৌঁছে দিতে নিজেদের কনটেন্ট লাইব্রেরিতে হলিউড-বলিউডের ২বিস্তারিত…

মঞ্চনাটকে অবদানের জন্য নাট্যকার ড. মুকিদ চৌধুরীকে বিশেষ সম্মাননা/
নিউজ ডেস্ক :: মঞ্চনাটকে বিশেষ অবদানের জন্য এসবিএসপি সাহিত্য পুরস্কার ও সম্মাননা-২০২৪ এ ভূষিত হলেনবিস্তারিত…