আসছে বুলবুল আহমেদের বায়োপিক
নিউজ ডেস্ক::মহানায়ক বুলবুল আহমেদকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে বায়োপিক। নাম ঠিক না হওয়া এ সিনেমাটি নির্মাণ করবেন তার কন্যা অভিনেত্রী ও নির্মাতা তাজরিন ফারহানা ঐন্দ্রিলা।
আর এই সিনেমা নির্মাণের জন্য তিনি সিনেমার ওপর পড়াশোনাও করেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এমনটিই জানালেন এ অভিনেত্রী।এর আগে তিনি তার বাবা বুলবুল আহমেদকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন।
ঐন্দ্রিলা বলেন, ‘বাবাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ও পরিকল্পনা রয়েছে। এ পরিকল্পনার একটি অংশ সিনেমা নির্মাণ। মূলত আমার পড়াশোনা ছিল মার্কেটিং বিষয়ে। শুধু বাবাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করব বলে ফিল্ম বিষয়ে ভর্তি হয়েছিলাম।
এখন নিজেকে উপযুক্ত মনে করছি, তাই ঘোষণা দিয়েছি চলচ্চিত্র নির্মাণের।’ঐন্দ্রিলা এরই মধ্যে চিত্রনাট্যের কাজ শুরু করেছেন। এর জন্য বুলবুল আহমেদ সময়কার চলচ্চিত্রসংশ্লিষ্ট যারা বেঁচে আছেন, তাদের সঙ্গেও দেখা করবেন বলে জানান ঐন্দ্রিলা।প্রথমে চিত্রনাট্যটি সরকারি অনুদানের জন্য জমা দেওয়া হবে।
সেটি না পেলে প্রযোজক খুঁজবেন ঐন্দ্রিলা। তিনি বলেন, ‘অনুদান পাই বা না পাই, বড় পরিসরেই সিনেমাটি নির্মাণ করব। আশা করছি, ফান্ড জোগাড় হয়ে যাবে।’২০২৫ সালের শেষের দিকে শুটিং শুরু করতে চান ঐন্দ্রিলা।
এর আগে পাত্র-পাত্রী নির্বাচন করবেন।৪৪ বছরের মিডিয়া জীবনে বুলবুল আহমেদ প্রায় ৩০০ নাটক এবং দুই শতাধিক ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘দুই নয়নের আলো’।
সূত্র:দেশ-রুপান্তর নিউজ
সম্পর্কিত সংবাদ
বিলাসবহুল বাড়ির কেন ২৭ তলাতে থাকে পুরো আম্বানি পরিবার
বিশ্বে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন মুকেশ অম্বানি। বিপুল সম্পত্তির মালিক তিনি। তার বিলাসবহুল সম্পত্তিরবিস্তারিত…
বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন
নিউজ ডেস্ক :: রূপালী পর্দার নবাব খ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। তার বয়সবিস্তারিত…