অনন্যার প্রেমের সিলমোহর!

নিউজ ডেস্ক::অনন্ত আম্বানির বিয়েতে গিয়ে নতুন প্রেমিক খুঁজে পেলেন অনন্যা পাণ্ডে। সূত্র বলছে, বিয়ের আনন্দের মাঝে অনন্যা ও তার নতুন প্রেমিক নাকি অন্তরঙ্গ সময়ও কাটিয়েছে হোটেলের এদিক ওদিক।
শুধু তাই নয়, নতুন বয়ফ্রেন্ডকে অনন্যার এতটাই পছন্দ হয়েছে যে, তার নামে লকেটও বানিয়ে ফেলেছেন চাঙ্কি পাণ্ডে কন্যা।
অনন্যার নতুন প্রেমিকের নাম ওয়ালকার ব্লানকো। তার ইনস্টাগ্রামের প্রত্যেকটি ছবিতেই অনন্যার লাইক। অন্যদিকে, অনন্যার ছবিতেও রয়েছে ওয়ালকারের ভালোবাসার চিহ্ন।
তবে শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, অনন্যা ওয়ালকারের নামে লকেট বানিয়ে গলাতেও ঝুলিয়ে নিয়েছেন। তবে এই প্রেমের ব্যাপারে কিন্তু একেবারেই মুখে কুলুপ অনন্যার। তবে ওয়ালকার এবার খোলাখুলি অনন্য়াকে সোশ্যাল মিডিয়াতে লিখলেন, ‘হে বে…’।
কিছুদিন আগে সোশ্যালে অনন্য়া পাণ্ডের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে অনন্যাকে একজন জিজ্ঞেস করেছেন, কেমন আছেন তিনি? অনন্যা বলছেন, ‘আসলে আজকাল আত্মাটাই হারিয়ে ফেলেছি। আই লস্ট মাই সোল।’
সূত্র:দেশ-রুপান্তর নিউজ
সম্পর্কিত সংবাদ

মঞ্চনাটকে অবদানের জন্য নাট্যকার ড. মুকিদ চৌধুরীকে বিশেষ সম্মাননা/
নিউজ ডেস্ক :: মঞ্চনাটকে বিশেষ অবদানের জন্য এসবিএসপি সাহিত্য পুরস্কার ও সম্মাননা-২০২৪ এ ভূষিত হলেনবিস্তারিত…

সাইফ আলী খানকে ছুরিকাঘাত: মহারাষ্ট্র থেকে যুবক গ্রেফতার
বিনোদন ডেস্ক :: বাড়িতে ঢুকে বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাতের ঘটনায় এক যুবককে আটকবিস্তারিত…