সময় ও একাত্তরের সম্প্রচার বন্ধ

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর কট্টর আওয়ামী ঘরানার হিসেবে পরিচিত বিভিন্ন গণমাধ্যমে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেসরকারি টেলিভিশন সময় ও একাত্তরের। চ্যানেল দুটির সম্প্রচার পুরোপুরি বন্ধ রয়েছে। এছাড়া ইনডিপেনডেন্ট নিউজের সরাসরি সম্প্রচার বন্ধ রয়েছে।

সময় নিউজের কর্মকর্তারা জানান, সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় আকস্মিকভাবেই বাংলামোটরে তাদের কার্যালয়ে হামলা চালায় একদল ব্যক্তি। ওই সময় কার্যালয়ে ঢুকে তারা ভাঙচুর শুরু করে। এছাড়া সংবাদকর্মীদেরও মারধর করা হয়। কার্যালয়ে হামলার পাশাপাশি সড়কে সময় নিউজের গাড়িতেও ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

একই ঘটনা ঘটেছে রাজধানীর বারিধারায় কূটনৈতিক এলাকায় একাত্তর নিউজের কার্যালয়ে। অফিসের পাশাপাশি বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়েছে।

ইনডিপেনডেন্ট নিউজের কার্যালয়ে ঢুকতে না পারলেও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ফলে নিরাপত্তার কথা ভেবে অধিকাংশকর্মীকে অফিস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া এদিন এটিএন নিউজ, মাইটিভি ও ডিবিসি নিউজের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে।






সম্পর্কিত সংবাদ

  • পরিবর্তনের প্রত্যাশা : সংস্কার কমিশনের দায়িত্বে ৬ বিশিষ্ট নাগরিক 
  • ‘অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে বৈধ’
  • আশুলিয়ায় আরও ৪১ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
  • লে. জেনারেল মুজিব বরখাস্ত, লে. জেনারেল সাইফুল আলম অকালীন বাধ্যতামূলক অবসরে
  • ভারতে যাওয়ার সময় আটক সাবেক এমপি ফজলে করিম
  • সব কালো আইন বাতিল করা হবে : ড. ইউনূস
  • বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ভারী বর্ষণের আভাস। 
  • নতুন নিয়োগ পাওয়া ৫৯ ডিসির মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল