তালায় জামায়াতের মিছিল ও পথসভা অনুষ্ঠিত

কামরুজ্জামান মিঠু :: আগামী কাল পাটকেলঘাটা ফুটবল মাঠের কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে আজ (২৬ জানুয়ারি) রোববার তালা উপজেলায় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরার (তালা) পাটকেলঘাটা ফুটবল মাঠে আগামী ২৭ জানুয়ারি সোমবার সকাল ৯,০০ টায় তালা উপজেলা জামায়াতের আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ রোববার বাদ আছর বিকালে তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ থেকে মিছিল শুরু হয়ে তা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তালা বাজার তিন রাস্থার মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে পথসভায় ছাত্র শিবির নেতা অনোয়ার হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, তালা সদর জামায়াত সভাপতি এ্যাডঃ মশিয়ার রহমান, যুব নেতা আল-আমীন, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুক, শিবির নেতা মীর সাব্বির হোসেন, তালা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আল-জামালুল বান্না সহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা আগামী কাল পাটকেলঘাটা ফুটবল মাঠের কর্মী সম্মেলনে কেন্দ্রীয় সেক্রেটারী গোলাম পরোয়ার ও মোঃ ইজ্জত উল্লাহর সমাবেশ সফল করার জন্য সকলকে সতস্ফুর্ত অংশগ্রহন করার জন্য সকলকে আহ্বান জানান।