তালায় গ্রাম্য ডাক্তারের মৃতদেহ উদ্ধার

নিউজ ডেস্ক :: সাতক্ষীরার তালায় মোঃ হাসানুর রহমান (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার ভোরে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ত্রিশ মাইল এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।

হাসানুর রহমান চকেরকান্দা গ্রামের ওজিয়ার রহমানের ছেলে এবং স্থানীয় পোড়া বাজারে ফার্মেসির দোকানের ব্যবসা করতেন। তালা সেনাক্যাম্পের পক্ষ থেকে লাশটি উদ্ধারের ব্যাপারে নিশ্চিত করা হয়েছে।

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজীব সরদার বলেন, মঙ্গলবার সকালে উপজেলার ত্রিশ মাইল এলাকা থেকে সেনাবাহিনী এক ব্যক্তির লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

সেনাবাহিনীর তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ক্যাম্প কমান্ডার মেজর কামরুল হাসান জানান, টহলরত অবস্থায় নগরঘাটা ইউনিয়নের ত্রিশ মাইল এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।






সম্পর্কিত সংবাদ