বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় শহরের বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা আহবায়ক কমিটি আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা আহবায়ক কমিটি আহবায়ক নুর-ই-আলম সিদ্দিকী।
বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা আহবায়ক কমিটি আহবায়ক সদস্য মো. মমিনুল ইসলাম মুকুল এএলটি এর সঞ্চালনায় কাউন্সিল সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন বাংলাদেশ স্কাউটস্ এর (প্রশিক্ষণ শাখা) দেবীগঞ্জ এর উপ-পরিচালক বিমল চন্দ্র, বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক, হাজারীহাট কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, কামারাপুকুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শওকত হায়াৎ শাহ্ প্রমুখ। শেষে সভায় উপস্থিত কাউন্সিলরদের সর্ব সম্মতিক্রমে বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা শাখার ৯টি পদে মনোনীতদের নাম ঘোষণা করা হয়। এদের মধ্যে পদাধিকারবলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী সভাপতি এবং লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা সম্পাদক পদে পুনরায় মনোনীত হয়েছেন।
এছাড়াও সহ-সভাপতি পদে হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ্ সরকার, পোড়ারহাট সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোজাম্মেল হক, নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা জহুরা আক্তার ও নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম রাজু, কোষাধ্যক্ষ পদে তিনপাই বেলপুকুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. উমর ফারুক এবং যুগ্ম সম্পাদক পদে লক্ষণপুর উত্তর চড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুর রাজ্জাক রাজু মনোনীত হয়েছেন। তবে কমিশনার পদে একাধিক প্রার্থী থাকায় ওই পদে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
বাংলাদেশ স্কাউটস সৈয়দপুর উপজেলা শাখার ২৭ সদস্য বিশিষ্ট কমিটির উল্লিখিত পদগুলো ব্যতিরেকে অন্যান্য পদগুলো পরবর্তীতে সকলের মতামতের ভিত্তিতে মনোনীত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
« সাতক্ষীরা সদর উপজেলা আল আমিন ট্রাষ্টের উদ্যোগে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) কয়রায় ২ মন হরিণের মাংস উদ্ধার »
সম্পর্কিত সংবাদ

সড়ক দূর্ঘটনা এড়াতে সম্মিলিত সচেতনতার বিকল্প নেই….ইলিয়াস কাঞ্চন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইরিয়াস কাঞ্চন বলেছেন, সড়কে চালকেরবিস্তারিত…

পাইকগাছা কম্বিং অপারেশনে অবৈধ নেটজাল জব্দ এবং বিনষ্ট
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল, বেহুন্দি, কারেন্ট মশারী, চটজাল, পাই জালবিস্তারিত…