শনিবার, ফেব্রুয়ারি ১, ২০২৫

 

সাতক্ষীরায় আল কুরআন এ্যাকাডেমিতে প্রাণের উচ্ছ্বাসে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে 

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :সাতক্ষীরা শহরে অবস্থিত আল কোরআন একাডেমি প্রাঙ্গণে ৩১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত ২দিন ব্যাপি প্রাণের উচ্ছ্বাসে  অনুষ্ঠিত হচ্ছে ‘জাতীয় পিঠা উৎসব ১৪৩১’। উৎসবে উল্লেখযোগ্য পিঠার মধ্যে ছিলো ভাজা কুলি, পঞ্চবাহার, গোলাপ পিঠা, সেমাই পিঠা, কস্তুরি পিঠা, রঙবাহার,  জামদানী পিঠা, কুটুম পিঠা, মিষ্টি বড়া, আন্দুসা, দর্শন, ভাজা নকশি, মিষ্টি পুলি, ভেজানো নকশি, কুসুম কুসুম, বিবিখানা, লবঙ্গ লতিকা, সোহাগী বড়া, রসের নকশি বিলাস, নকশি দোপাটি, ঝিনুক, শঙ্খ পিঠা ইত্যাদি। উৎসবের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উৎসবস্থলেরবিস্তারিত…