আসিফ নজরুলকে হেনস্থাকারী কাউকে ছাড়া হবে না: প্রিন্স মাহমুদ
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2024/11/462988c65e2c7f46ea7a8593bd219ecc-672df3e66c5b9.webp?resize=640%2C360&ssl=1)
নিউজ ডেস্ক :: সুইজারল্যান্ডে আসিফ নজরুলকে হেনস্থাকারী কাউকে ছাড়া হবে না বলে জানিয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। একই কথা বলেছেন আরেক গীতিকার লতিফুল ইসলাম শিবলী।
প্রিন্স মাহমুদ বলেন,। আসিফ নজরুল ভাইকে এয়ারপোর্টে হেনস্তাকারী কাউকে ছাড়া হবে না । প্রবাসীরা যারা সুইজারল্যান্ডে আছেন এদেরকে খুঁজে বের করেন। এদের নাম ঠিকানা পরিচয় প্রকাশ করেন। বাংলাদেশে কোথায় এই গণহত্যাকারীর দোসরেরা থাকেন ঠিকানা বের করেন।
জনপ্রিয় সুরকার বলেন, আসিফ ভাইকে একা পেয়ে আওয়ামী কাপুরুষরা যা করেছে, তাদের নিশ্চয়ই মনে আছে, তাদের খুনি নেত্রী বিদেশ সফরে গেলে জনতার প্রতিবাদের ভয়ে শত দেহরক্ষী ও স্তাবক চামচা পরিবেষ্টিত হয়েও হোটেলের পেছনের দরজা দিয়ে চলাফেরা করতে হতো। আসিফ নজরুল ভাই, ভালো মানুষদের এমনই হয়।
সম্পর্কিত সংবাদ
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2025/01/19684305_125.jpg?resize=400%2C200&ssl=1)
সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
নিউজ ডেস্ক :: সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে তা থেকে তৈরি হবে নতুন বাংলাদেশেরবিস্তারিত…
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2025/01/77.jpg?resize=400%2C200&ssl=1)
সাংবাদিক মানিক সাহা হত্যা মামলা পুন:তদন্ত ও বিচার দাবি
খুলনা প্রতিনিধি :: খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত ও একুশে টেলিভিশনের সাংবাদিক মানিক সাহাবিস্তারিত…