বৃষ্টিতে বন্ধ খেলা, ৬৫ রানের লিড বাংলাদেশের
নিউজ ডেস্ক :: টেস্টের তৃতীয় দিনের ১ রানে পিছিয়ে থেকে মধ্যাহ্নবিরতিতে গেছে বাংলাদেশ। এর আগে ৩ উইকেটে ১০১ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেন টাইগাররা। তবে দিনের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। শুরুতেই আউট হন জয়। এর পর মুশফিকুর রহিমও ফিরে যান। দ্রুত দুই উইকেট হারানোর পর দলের হাল ধরতে ব্যর্থ হন লিটন দাসও। ১৫ বল খেলে ৭ রান করে ফিরে যান তিনি। এরপর জাকের আলীকে সঙ্গে নিয়ে হাল ধরেন মেহেদী হাসান মিরাজ।
১১১ বল খেলে ৫৮ রান করে ফিরে যান জাকের।১৩৮ রানের জুটি গড়েন মিরাজ-জাকের। এ জুটি টেস্টে যেকোনো উইকেটেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ। এর আগে ২০০৩ সালে চট্টগ্রামে হাবিবুল বাশার ও জাভেদ ওমরের করা ১৩১ রানের জুটি ছিল সর্বোচ্চ। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৬৭ রান তোলার পর বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ করা হয়। মেহেদী হাসান মিরাজ ৭৭, নাঈম হাসান ১২ রানে ব্যাট করছিলেন।
বাংলাদেশ এগিয়ে আছে ৬৫ রানে।বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানার প্রভাবে সারাদেশেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ সকাল থেকে মিরপুরও অনেকটা মেঘাচ্ছন্ন ছিল। মধ্যাহ্নবিরতির আগে হোম অব ক্রিকেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। লাঞ্চ ব্রেকের পর কিছুক্ষণ খেলা চালিয়ে নেওয়া গেলেও বৃষ্টির পরিমাণ বাড়ায় আপাতত মাঠের লড়াই বন্ধ রয়েছে।
প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১০৬ রানে গুটিয়ে যাওয়ার পর প্রোটিয়াদের বড় লিডে চাপা পড়েছিল বাংলাদেশ। ইনিংস হার এড়াতে অন্তত ২০২ রান করতে হতো। দলীয় ৪ রানের মাথায় পরপর ২ উইকেট হারিয়ে ফেলার পর ইনিংস হারের শঙ্কা ভালোভাবেই জেঁকে বসেছিল বাংলাদেশ শিবিরে। তবে গতকাল শেষ বিকালে মাহমুদুল হাসান জয় ও মুশফিকের পাল্টা প্রতিরোধে লড়াইয়ে ফেরেন স্বাগতিকরা।
সম্পর্কিত সংবাদ
ধবলধোলাই হয়ে নাজমুল, ‘এভাবে চলতে থাকলে এ রকম ফলাফলই হবে’
নিউজ ডেস্ক :: হতে পারে অধিনায়ক হিসেবে এটাই নাজমুল হোসেনের শেষ ম্যাচ। আবার তাবিস্তারিত…
অধিনায়কত্ব আমি সবসময় উপভোগ করি: নাজমুল শান্ত
নিউজ ডেস্ক :: গত শনিবার থেকেই গুঞ্জন ছিল যে, তিন সংস্করণেই অধিনায়কত্ব ছেড়ে দিতে পারেনবিস্তারিত…