ধার্মিক ছেলে পেলে অভিনয় ছেড়ে সংসারে মন দেবেন প্রিয়াঙ্কা

নিউজ  ডেস্ক  :: বিয়ের পর অনেককেই আর অভিনয় করতে দেখা যায় না। কেউ কেউ আবার অভিনয় করলেও নিয়মিত নন। মডেল, উপস্থাপক ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানের ভাবনাও তেমনটি। বিয়ের জন্য ধার্মিক পাত্র খুঁজছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয় ও নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন প্রিয়াঙ্কা। যেখানে এই অভিনেত্রী বলেন, ‘আমি ধার্মিক ছেলে পেলে বিয়ে করব। মনের মতো মানুষের অপেক্ষায় আছি। যদি তেমন কাউকে পেয়ে যাই অবশ্যই বিয়ে করব। এছাড়া বিয়ের পর অভিনয় ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে। মন দিয়ে সংসার করব ও ধর্ম পালন করব। ‘

অভিনয়ে ব্যস্ত সময় কাটলেও ধর্মীয় ব্যাপারে আপসহীন প্রিয়াঙ্কা। নিয়মিত কোরআন পড়েন বলে জানান তিনি। ফেসবুকেও অনুসারীদের নিয়মিতভাবে নামাজের আহ্বান করতে দেখা যায় তাকে। প্রিয়াঙ্কার দাবি, তার ফেসবুক স্ট্যাটাস দেখে অনেকেই ফজরের নামাজ পড়েছেন। পরবর্তীতে তাকে বিষয়টিও জানিয়েছেন। ঘুমের আগে সুরা মুলক না পড়লে সেদিন শান্তিতে ঘুমাতে পারেন না বলেও জানান এই অভিনেত্রী।

সূত্র :যুগান্তর নিউজ





সম্পর্কিত সংবাদ

  • মঞ্চনাটকে অবদানের জন্য নাট্যকার ড. মুকিদ চৌধুরীকে বিশেষ সম্মাননা/
  • সাইফ আলী খানকে ছুরিকাঘাত: মহারাষ্ট্র থেকে যুবক গ্রেফতার
  • বিলাসবহুল বাড়ির কেন ২৭ তলাতে থাকে পুরো আম্বানি পরিবার
  • বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন
  • গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ত্রিনিয়া হাসান
  • শীতের মৌসুমে ঘুরে আসুন জীববৈচিত্রে সমৃদ্ধ ম্যানগ্রোভ সুন্দরবনে
  • আর্টসেল ও অ্যাভয়েডরাফার অনন্য পরিবেশনায় গ্লেনরিচ উত্তরা রকফেস্ট অনুষ্ঠিত
  • বাংলাদেশে ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন